Bappi Lahiri Demise: জুহুতে বাপি লাহিড়ির জন্য প্রার্থনাসভা, উপস্থিত পরিবার-পরিজনরা
এ মাসের ১৫ তারিখ প্রয়াত হন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ি। আজ তাঁর পরিবারের পক্ষ থেকে মুম্বইয়ের জুহুতে প্রার্থনা সভার আয়োজন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রার্থনাসভায় বাপি লাহিড়ির স্ত্রী চিত্রাণী, ছেলে বাপ্পা, রিমা সহ পরিবার-পরিজনরা উপস্থিত হন।
এই প্রার্থনাসভায় প্রত্যেকে বাপি লাহিড়িকে স্মরণ করেন, তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, বিভিন্ন মুহূর্তের কথা তুলে ধরেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
বাপি লাহিড়ির পরিবারের পক্ষ থেকে গত রবিবার, ২০ তারিখ জানানো হয়েছিল, আজ বুধবার প্রার্থনাসভার আয়োজন করা হবে। সেই অনুযায়ী আজ প্রত্যেকে প্রার্থনাসভায় উপস্থিত হন।
বাপি লাহিড়ির প্রার্থনাসভায় উপস্থিত হয়ে তাঁর পরিবার-পরিজনরা আবেগতাড়িত হয়ে পড়েন। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।
বাপি লাহিড়ি বলিউডেই বেশি কাজ করলেও, বাংলার সঙ্গে তাঁর যোগ ছিল বরাবরই। সেই কারণে তাঁর প্রয়াণে মুম্বইয়ের পাশাপাশি কলকাতাতেও শোকের ছায়া।
কর্মসূত্রে জীবনের সিংহভাগ সময় মুম্বইয়ে কাটালেও নিজের জন্মভূমিকে কোনও সময় ভোলেননি বাপি লাহিড়ি। বছরে অন্তত একবার হলেও শিলিগুড়িতে মাসির বাড়িতে যেতেনই তিনি।
১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম হয় অলোকেশ লাহিড়ির। বলিউড থেকে টলিউডে যিনি সকলের ‘বাপ্পি দা’ বলে পরিচিত হয়ে ওঠেন।
জলপাইগুড়ি থেকে খুব ছোটবেলায় চলে আসেন বাঁশদ্রোণীর বাড়িতে। তারপর একটা সময় মুম্বইয়ে পাড়ি। তারপর সেখানেই নাম খ্যাতি যশ...সবকিছুর শীর্ষে ওঠা। কিন্তু এতকিছুর পরেও বাংলায় এলেই বাপি লাহিড়ির মন পড়ে থাকত জন্মভূমিতে।
লতা মঙ্গেশকরকে মা বলে ডাকতেন বাপি লাহিড়ি ডাকতেন। লতা মঙ্গেশকরও বাপি লাহিড়িকে ছেলের মতোই স্নেহ করতেন। লতা মঙ্গেশকরের প্রয়াণের কয়েকদিন পরেই বাপি লাহিড়িও বিদায় নিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -