Bengali Film: নিজের সঙ্গে নিজের লড়াই শ্রাবন্তীর, রাজর্ষীর নতুন ছবির ফার্স্ট লুক
তাঁর হাসিতে, নায়িকাসুলভ বাচনভঙ্গিতে ঘায়েল অনেকেই। তবে এবার তাঁকে দেখা যাবে এক্কেবারে নেতিবাচক চরিত্রে। একেবারে নারীপাচারের সঙ্গে যুক্ত শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)-র নতুন ছবিতে একেবারে অন্যভূমিকায় দেখা যাবে তাঁকে।
রাজর্ষি দের ছবি মানেই যেন তারকা সমাগম । এক নায়ক না এক নায়িকাকে নিয়ে তাঁর ছবি হয় না সচরাচর। তাঁর নতুন ছবির ক্ষেত্রেও তাই।
তাঁর নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী' (Sada Ronger Prithibi)-তে দেখা যাবে একাধিক অভিনেতা অভিনেত্রীকে । ছবির মুখ্যভূমিকায় ও দ্বৈতচরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে । এছাড়াও থাকছেন, সৌরসেনী মৈত্র (Souroseni Maitra), অরিন্দম শীল (Arindam Sil), ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobrojo Mukherjee), স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee), রিচা শর্মা (Richa Sharma), দেবলীনা কুমার (Devlina Kumar), মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallick Banerjee), ঈশান মজুমদার (Isaan Majumdar), অনন্যা বন্দ্যোপাধ্যায় (Anannya Banerjee), দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী গুহ রায়, ঐন্দ্রিলা বসু, অনুরাধা চৌধুরী, তথাগত চৌধুরী ও অন্যান্যরা ।
প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টারও । সেখানে দেখা যাচ্ছে বেনারসের একটি গঙ্গার ঘাট ও উড়ে যাচ্ছে সাদা শাড়ি । এই গল্প একটি আশ্রম নিয়ে। সেখানে বিধবাদের আশ্রয় দেওয়ার আড়ালে চলতে থাকে নারীপাচার ।
এই চক্রের সঙ্গেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত শ্রাবন্তীর একটি চরিত্র ভবানী। এই চরিত্রটি নেতিবাচক।
অন্যদিকে অন্য আরেকটি চরিত্র, শিবানী, তাঁর চরিত্রটি ইতিবাচক। সৌরসেনীর চরিত্রের নাম অলক্ষী। সেই প্রথম ফাঁস করে এই আশ্রমের অভ্যন্তরে হওয়া সব নারীপাচার চক্রের
ছবির পোস্টারে দেখা যাচ্ছে বারাণসীর প্রেক্ষাপট ও একটি সাদা শাড়ি। অন্যরকম এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে।
ছবিতে নেতিবাচক ভূমিকায় দেখা যাবে অরিন্দম শীলকে। শ্যুটিং সামলে তিনি অভিনয়ও করছেন এই ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -