Bengali Movie Update: জোরকদমে চলছে শ্যুটিং, প্রকাশ্যে 'বিজয়ার পরে...'-র কিছু মুহূর্ত
দুর্গোৎসবের প্রেক্ষাপটে না বলা কিছু অভিমানী কথার মনকেমনের গল্প বলবে 'বিজয়ার পরে'। প্রত্যেক সাধারণ মানুষের জীবনেই কিছুই না বলা কথা থাকে। কেউ সময়ের অভাবে বলতে পারেন না তো কেউ শোনার মানুষের অভাবে বলে উঠতে পারেন না। দৈনন্দিন জীবনের সেই সকল অলকানন্দা, আনন্দ, মৃন্ময়ী, মিজানুরের গল্পই শোনা যাবে নতুন পরিচালক অভিজিৎ শ্রী দাসের আগামী ছবি 'বিজয়ার পরে... autumn flies'-এ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন মমতা শঙ্কর, দীপঙ্কর দে, স্বস্তিকা মুখোপাধ্যায়, মীর আফসার আলি, বিদীপ্তা চক্রবর্তী ও ঋতব্রত মুখোপাধ্যায়কে।
প্রকাশ্যে সকল চরিত্রের প্রথম লুক। ফ্রেমবন্দি শ্যুটিংয়ের কিছু মুহূর্তও।
জহর কোট ও সাদা শার্টে খানিক আধুনিকতার ছোঁয়া মিলল মীরের সাজে।
অন্যদিকে একেবারে গৃহবধূর লুকে ধরা দিলেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী।
সবুজ বেনারসী, হাতে একগোছা চুড়ি, নাকে নথ, এলো চুলে মোহময়ী স্বস্তিকা মুখোপাধ্য়ায়।
প্রকাশ পেল ঘরোয়া দম্পতির সাজে দীপঙ্কর দে ও মমতা শঙ্করের লুকও।
বারুইপুর রাজবাড়িতে জোর কদমে চলছে 'বিজয়ার পরে' ছবির শ্যুটিং।
২৭ ডিসেম্বরে শেষ হবে প্রথম দফার শ্যুট। ফের দ্বিতীয় দফা শুরু জানুয়ারিতে।
পরিচালকের কথায়, 'দীর্ঘ সময় ধরে বিজ্ঞাপনের ছবি নির্মাণ করতে গিয়ে অনেকটা সময় মানুষের প্রতিদিনের জীবন বৈচিত্র্যের গল্প খুঁজতে হয়েছে। লিখতে হয়েছে স্বল্প পরিসরে। সম্পূর্ণটা না বলতে পারার খামতি থেকেই যাচ্ছিল। তাঁদের গল্প শুনতে গিয়ে মনে হয়েছিল তারা সবটা বলছেন না বা বলার মতো লোক খুঁজে পাচ্ছেন না। তাই একদিন অনিয়মেই বেরিয়ে পড়লাম তাঁদের গল্প খুঁজতে বা বলা ভাল শুনতে। যাঁদের কথা কেউ শোনে না, মনযোগ দেয় না। তাঁদেরই গল্প বলবে এই বিজয়ার পরে।'
এই ছবিতে প্রায় চার বছর পর একসঙ্গে কাজ করবেন মীর ও স্বস্তিকা। ২০১৭ সালে মাইকেল ছবিতে শেষ একসঙ্গে কাজ করেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -