Bhumi Pednekar: পূর্বপরিচিতি ছিল না, ভূমির জন্য কতটা কঠিন ছিল বলিউডে নিজের জায়গা করে নেওয়া?
মেঘ-রোদের রবিবারে, স্টু়ডিওর গেট বন্ধ ছিল প্রথমটা। পরিচয় দিতে, এগিয়ে এসে গেট খুলে দিলেন এক নিরাপত্তারক্ষী। তারপরে নিজেই দেখিয়ে দিলেন কোথায় শ্যুটিং চলছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকটু এগোতেই চোখে পড়ল সাদা ভ্যানিটি ভ্যান, ওপরে লেখা 'ভূমি'জ টিম'। দরজা ঠেলে উঁকি দিতে প্রথমটা খানিক অন্ধকার.. তারপরেই চোখে পড়ল সেট।
আর সেখানেই, কাঁচা হলুদ রঙের সালোয়ার স্যুটে, ঝলমলে হাসিতে শট দিচ্ছেন তিনি। ভূমি পেডনেকর (Bhumi Pednekar)। বলিউড অভিনেত্রীর প্রথম কলকাতা সফর।
সাংবাদিকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন জেনে দুপুরের খাওয়ার আগেই চলে এলেন ভূমি। মিষ্টি হেসে, হাত জোড় করে একেবারে অনর্থক, তবু ক্ষমা চাইলেন অপেক্ষা করানোর জন্য।
সাংবাদিকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন জেনে দুপুরের খাওয়ার আগেই চলে এলেন ভূমি। মিষ্টি হেসে, হাত জোড় করে একেবারে অনর্থক, তবু ক্ষমা চাইলেন অপেক্ষা করানোর জন্য।
কেরিয়ারের শুরু করেছিলেন যশরাজ ফিল্মসের অ্যাসিসট্যান্ট কাস্টিং ডিরেক্টর হিসেবে। সেখান থেকে তিনি এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ভূমির জন্য কতটা কঠিন ছিল এই সফরটা? অভিনেত্রী বলছেন, 'আমি একটা সময় প্রচুর অডিশন নিয়েছি। কিন্তু যখন নিজে অডিশন দিতে গিয়েছিলাম, প্রচন্ড ঘেঁটে ফেলেছিলাম গোটা বিষয়টা। '
ভূমি আরও বলছেন, ' এত বছরে এটুকু বুঝেছি, যাঁরা নতুন ইন্ডাস্ট্রিতে আসছেন, সিনিয়রদের তাঁদের ওপর সহমর্মী হতে হবে আর কীভাবে তাঁরা ভাল কাজ করতে পারে, সেই প্রতিভাগুলোকে বেছে তুলে আনতে হবে। আরও একটা জিনিস আমি শিখেছি, সবসময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। একমাত্র তবেই নিজের পারফরমেন্স আরও ভাল করা যেতে পারে। '
ভূমি আরও বলছেন, 'আমি মুম্বইতে বড় হয়ে উঠলেও, আমার পরিবারের বলিউডের সঙ্গে কোনও যোগ ছিল না। বলা ভাল, আমি একটা রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছি। নিজের সফর নিয়ে আমার গর্ব হয়। অনেক কিছু শিখেছি এই গোটা সফরটায়।'
কেবল একক নায়িকা হিসেবে নয়, 'বালা' (Bala), 'মেরা নাম গোবিন্দা' (Mera Naam Govinda), ভিড় (Bheed) এর মতো একাধিক তারকার কাস্টিং রয়েছে এমন ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। বলিউডের বাইরে থেকে বিভিন্ন মতামত শোনা যায় নায়ক নায়িকাদের মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়ে। ভূমির সঙ্গে কেমন সম্পর্ক বাকি অভিনেতা অভিনেত্রীদের?
ভূমি বলছেন, 'আমার সঙ্গে সব্বার ভীষণ ভাল সম্পর্ক। আমি একাধিক সিনেমায় একাধিক অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, আর আমরা সবাই ভীষণ ভাল বন্ধু। এই কথাটা প্রচলিত রয়েছে যে দু'জন অভিনেত্রী নাকি কখনও বন্ধু হতে পারেন না। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। আমরা সবাই সত্যিই খুব ভাল বন্ধু।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -