Salman Khan:চাওয়া-পাওয়া নিয়ে রাতভর আড্ডা, আবেগতাড়িত হয়ে আমিরকে নিজের লাকিচার্মও দিয়ে দেন সলমন!
নেহাত কাকতালীয় ঘটনা, নাকি গভীর সংযোগ, তা তর্কসাপেক্ষ। তবে বলিউডের তিন খানের পদবী যেমন এক, জন্মও তেমন একই বছরে, আবার বিনোদন জগতে প্রবেশও পর পরই। তিন দশকেরও বেশি সময় ধরে টাল খায়নি তাঁদের জায়গা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেশাগত প্রতিদ্বন্দ্বিতা, রেষারেষি যদিও বা রয়েছে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কে তার আঁচ পড়ে না। সিলভার স্ক্রিনের বাইরে যে পরস্পরের ঘনিষ্ঠ তাঁরা, আরও একবার তা প্রমাণ করলেন সলমন খান এবং আমির খান। জানালেন, তাঁর জীবনে সৌভাগ্য আনতে নিজের লাকিচার্ম পর্যন্ত নির্দ্বিধায় ত্যাগ করেছেন সলমন।
সলমনের লাকিচার্ম কী, তা অজানা নয় অনুরাগীদের। ডানহাতের কবজিতে পরা প্ল্যাটিনাম এবং ফিরোজা সম্বলিত ব্রেসলেটটি, সলমনের পরিচিতি হয়ে দাঁড়িয়েছে।
কেরিয়ারে যখন মন্দা চলছিল, একের পর এক আইনি ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন, সেই সময় বাব সেলিম খান ওই ব্রেসলেট উপহার দেন সলমনকে। সেটিকে নিজের লাকিচার্মই মনে করেন সলমন। আবেগতড়িত হয়ে পড়ে সেই ব্রেসলেটই সলমন আমিরের হাতে পরিয়ে দেন বলে জান গিয়েছে।
অতি সম্প্রতিই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিষয়টি খোলসা করেছেন ইউটিউবার জ্যাবি কোয়ে। সম্প্রতি মুম্বইয়ে আমিরের সঙ্গে আড্ডায় বসেন জ্যাবি। সেখানে আমিরকে ব্রেসলেটটি হাতে রাখতে হিমশিম খেতে দেখেন তিনি।
তা নিয়ে প্রশ্ন করলে জ্যাবিকে আমির জানান, আগের রাতে সলমনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি। সলমনের ছবির সাফল্য উদযাপন করছিলেন। সুরাপানও করেন। সেই অবস্থায় জীবনের নানা দিক নিয়ে কথা বলছিলেন দু’জনে।
আমির জানিয়েছেন, কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সলমন এবং তিনি। তাতে নিজের হাত থেকে ব্রেসলেটটি খুলে আমিরকে পরিয়ে দেন সলমন। জানান, আমির তাঁর কাছে ভাইয়ের মতো। তাঁকে সঙ্কটে দেখতে চান না। নিজে কখনও হাত থেকে খোলেননি ব্রেসলেটটি। কিন্তু আমিরকে দিচ্ছেন। তিনি যেন পরে থাকেন।
জ্যাবিকে আমির জানান, সকালে ঘুম থেকে উঠে নিজের হাতে ব্রেসলেটটি দেখে ঘাবড়ে গিয়েছিলেন তিনি। যদি হারিয়ে ফেলেন, সেই ভয়ও দানা গ্রাস করেছিল। কিন্তু সলমনের বন্ধুত্বের কথা মাথায় রেখেই হাত থেকে খোলেননি। গিয়ে ফিরিয়ে দেবেন বলে জানিয়েছিলেন।
এর পর একটি অনুষ্ঠানে ওই ব্রেসলেট পরেই দেখা যায় আমিরকে। সেই সময় যদিও বিষয়টি কেউ ঠাহর করতে পারেননি। কিন্তু জ্যাবি গোটা ঘটনা তুলে ধরায়, বিষয়টি স্পষ্ট হল।
সলমন এবং আমিরের বন্ধুত্ব আজকের নয়। ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতেও একসঙ্গে দেখা যায় তাঁদের। কিন্তু বন্ধুত্ব গাঢ় হয় যখন ব্যক্তিগত জীবন নিয়ে হিমশিম খাচ্ছেন দু’জনেই। তার পর থেকে আজও সেই বন্ধুত্ব অটুট রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -