Shilpa Shetty Photos: নজরকাড়া আউটফিট, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন গ্ল্যামারাস শিল্পা
জীবনে অনেক ঝড় ঝাপটা সামলেছেন এরমধ্যেই। কিন্তু তবুও নিজেকে শক্ত রেখেছন বলি ডিভা শিল্পা শেট্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় শিল্পা। তিনি নিজের কিছু ছবি পোস্ট করেছেন যেখানে অসম্ভব সুন্দরী লাগছে তাঁকে।
বিভিন্নরকম আউটফিটে নজর কেড়েছেন শিল্পা। সেই ছবি ভাইরালও হয়েছে।
সবুজ রংয়ের একটি আউটফিটে দুর্দান্ত লাগছে শিল্পাকে। জীবনের আঁধার সরিয়ে উজ্জ্বল আলোয় ফেরার বার্তা দিচ্ছেন যেন।
সম্প্রতি বিমানবন্দরে শিল্পা ও তাঁর স্বামীকে একসঙ্গে দেখা গিয়েছিল। শিল্পার স্বামী রাজ সম্প্রতি পর্নোগ্রাফি কেসে জড়িয়েছেন।
বেশ কিছুদিন জেলে থাকার পর জামিনও পেয়ে যান রাজ। তবে এখনও স্বাভাবিক জীবনে সেভাবে ফিরতে পারেননি তিনি। শিল্পা যদিও স্বামীর পাশেই থেকেছেই খারাপ সময়েও।
শিল্পা শেঠি যে ছবিগুলি শেয়ার করেছেন তাতে ওয়ান সাইড অফ শোল্ডার গ্রিন পোশাক পরে আছে। সে তাঁর চুল খুলেছে, এই লুকে তাঁকে পুরো রানির মতো লাগছে।
এই ছবিগুলি শেয়ার করে শিল্পা লিখেছেন, 'কখনও অন্য কেউ আপনার উজ্জ্বলতা কমাতে পারবে না।'
তাঁর স্বামী গুরুতর অভিযোগে অভিযুক্ত। তবে মানসিকভাবে নিজেকে শক্ত রেখে ফের নতুন রিয়েলিটি শো দিয়ে আবারও টিভিতে কামব্যাক করছেন শিল্পা।
খুব তাড়াতাড়িই ইন্ডিয়া গট ট্যালেন্ট শোয়ে বিচারকের হটসিটে বসতে দেখা যাবে শিল্পাকে।
এই শোয়ে প্রথমবার দেখা যাবে তাঁকে। শিল্পার সঙ্গে থাকবেন বাদশা ও কিরণ খেরও।
শিল্পার ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তরা ভালবাসা ছুড়ে দিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -