Children's Day 2023: সন্তানের শৈশবটা করুন সুন্দর, 'শিশু দিবসে' এই ছবিগুলি আপনাকেও নিয়ে যাবে ছোটবেলায়
উড়ান ছবিটি বয়ঃসন্ধিকালের চড়াই উতরাইকে তুলে ধরে। মা ছাড়া বড় হয়ে ওঠা, বাবার নতুন সম্পর্ক ঠিক কীভাবে প্রভাব ফেলতে পারে, তা অবশ্যই শিক্ষনীয় অভিভাবকদের জন্য। তার পাশাপাশি ভাই-ভাইয়ের সম্পর্ক যে কতটা গভীর তা ঠাহর করা যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনীল বাত্তে সন্নাটা একটি দুর্দান্ত ছবি। ২০১৬ সালে ছবিটি মুক্তি পায়। এই ছবিটি মা এবং মেয়ের গল্পকে ঘিরে তৈরি হয়েছে। যেখানে মা তার মেয়েকে লেখাপড়া শিখিয়ে জীবনে সফল করতে চান এবং এর জন্য তিনি বাড়িতে কাজ করেন।কিন্তু মেয়ে চায় সে তার মায়ের পথেই এগোতে। ছবিতে, মা তার মেয়ের বুজে আসা স্বপ্নগুলিকে প্রাণ ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন।
চিল্লার পার্টি ছবিটিও বেশ সুন্দর। এই ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি এবং বিকাশ ভ্যল।শিশুরা যে অন্য কারো থেকে কিছু কম নয়, সেই গল্প শুনিয়েছে ছবিটি।
স্ট্যানলি কা ডাব্বা ছবিটিও মন ভরিয়ে দেয়। শুধু বিনোদনই দেয় না, বেশ আবেগঘনও বটে। স্ট্যানলি কা ডাব্বা পরিচালনা করেছেন অমল গুপ্তে। ছবিটিতে একটি শিশুর গল্প দেখানো হয়েছে। টিফিন নিয়ে বেশ সুন্দর একটা মুহূর্তে আপনাকে নস্টালজিক করে তুলবে।
আই অ্যাম কালাম ছবিটিও প্রশংসার দাবি রাখে। এই ছবিটি আপনি আপনার সন্তানকে দেখাতে পারেন। ছবিটি ২০১১ সালে মুক্তি পেয়েছে। এই ছবিটিতেও একটি শিশুর গল্প বলা হয়েছে। যে পড়াশুনা করে। তার পরিবারের জন্য কিছু করতে চায়।
মাসুম ছবিটি ১৯৮৩ সালে মুক্তি পায়। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি, সুপ্রিয়া পাঠক এবং যুগল হংসরাজ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
২০০০ সালের পর খুব কমই শিশুদের নিয়ে ছবি তৈরি হয়েছে। যেকটি তৈরি হয়েছে, তার মধ্য়ে অন্যতম আমির খানের তারে জামিন পর। বহু বার দেখার পরেও ফুরোবে না।
'যযন্তরম মমন্তরম' ছবিটিও প্রশংসার দাবি রাখে। এই ছবিতে জাভেদ জাফরি অভিনয় করেছিলেন। ২০০৩ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পরিচালনা করেছিলেন সৌমিত্র রানাডে।
সত্যজিৎ রায় পরিচালিত আগন্তুক ছবিটিও সন্তানকে দেখাতে পারেন। ছবিটিতে রয়েছেন উৎপল দত্ত, দীপঙ্কর দে এবং মমতা শঙ্কর। এই ছবিটিও সন্তান এবং অভিভাবক, দুতরফের জন্যই রয়েছে সুন্দর মেসেজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -