Bollywood Divas Monochrome Clicks: দীপিকা পাড়ুকোন থেকে সুস্মিতা সেন, বলিউড সুন্দরীদের এই ছবি দেখে চমক যাবেন আপনিও
বলিউড মস্তানির সাদা-কালো ছবি! আর তাতেই কুপোকাত ভক্তমহল। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে এই ছবি পোস্ট করেছেন দীপিকা পাড়ুুকোন। যা পোস্ট করার পরই ভাইরাল হয়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরূপোলি পর্দার মোহময়ী অভিনেত্রী জ্য়াকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি ধূসর রঙা পিঠখোলা ছবি পোস্ট করলেন তিনি। আর তাঁর এই ছবি প্রকাশ্য়ে আসার পরই ভাইরাল।
'গাঙ্গুবাই কাঠিয়াওয়ালী'র চরিত্রে অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয় ইতিমধ্য়েই প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এবার নিজের সাদা-কালো ছবি পোস্ট করে লাইমলাইট নিজের দিকে কাড়লেন আলিয়া।
আপকামিং ছবি 'লাল সিং চাড্ডা'য় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী করিনা কাপূর খানকে। এবার তাঁর ধূসর রঙা ছবি মন কাড়ল ভক্তদের।
সম্প্রতি একটি ফটোশুট করেছেন চাঙ্কি পাণ্ডে তনয়া অনন্য়া পাণ্ডে । এবার সেই ছবি নেট দুনিয়ায় শেয়ার করলেন তিনি।
'লাভ আজ কাল' অভিনেত্রী প্রানতি রাই প্রকাশও কিছুদিন আগে তাঁর ইনস্টাগ্রামে নিজের এই ছবিটি শেয়ার করেছিলেন।
ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠর তোলা অভিনেত্রী তারা সুতারিয়ার সাদা-কালো ছবি এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়।
সম্প্রতি সুস্মিতা সেন তাঁর একটি সাদা-কালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, কোনও মহিলার স্থিরতার শক্তি এমন, যে তার ছায়াও তার উপর ঝুঁকতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -