Gadar 2 : 'গদর ২'-র শ্যুটিংয়ের মাঝে খোশমেজাজে সানি ও আমিশা
বছরটা ২০০১। বলিউডের 'ঢাই কিলোকা হাত' তুলে নিয়েছিল একটা আস্ত টিউবওয়েল। মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি 'গদর এক প্রেম কথা।' আর এবার আসছে 'গদর ২।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'গদর এক প্রেম কথা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল এবং আমিশা পটেল। 'গদর ২' তেও ফের দুজনেই ফ্রেমে রয়েছেন।
'গদর এক প্রেম কথা'-র সময় তখনও বেঁচে ছিলেমন অমরেশ পুরি। সেবার ছবিতে তিনি বরাবরের মতোই দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছিলেন।
তবে 'গদর এক প্রেম কথা' ছবিতে অন্যান্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন লিলেট দুবে, সুরেশ ওবেরয়। বলাই বাহুল্য, সেবার বক্সঅফিসে বড়সড় সাফল্য আসে।
সম্প্রতি ঘোষণা করা হয়, জনপ্রিয় এই ছবির সিক্যুয়েল গদর ২ আসতে চলেছে। দর্শকদের উপহার দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে' গদর ২।'
সম্প্রতি নির্মাতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
জানা গিয়েছে,আগামী ১৫ জুন সারা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সানি দেওল এবং আমিশা পাটেলের ছবি।
'গদর এক প্রেম কথা' ছবির মতোই 'গদর ২' ছবিতে পোশাকে খুব একটা বদল আনা হয়নি।
ছবিতে দেখা যাচ্ছে 'গদর ২' ছবি-র রাতভর শ্যুটিং চলছে। কাজে ব্যস্ত সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে অন্যান্য সদস্যরা।
'গদর ২' ছবি-র শ্যুটিংয়ের ফাঁকে কুশল বিনিময় সানি দেওলের। তবে কড়া নিরাপত্তায় মধ্যে রয়েছে অভিনেতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -