Celebrities Bridal Look: লাল নয়, অন্য রঙের বিয়ের লেহেঙ্গায় তাক লাগিয়েছিলেন যে সব নায়িকারা
বিয়ে মানেই কি কনের পোশাকে লাল রঙের ছড়াছড়ি? বলিউডে চিরাচরিত এই ধারনা ভেঙেছেন বেশ কয়েকজন নায়িকা। লাল নয়, বিয়ের পোশাকের জন্য অন্য রঙকে বেছে নিয়েছেন বেশ কিছু নায়িকা। আর সেই অফবিট পোশাকেই তাক লাগিয়েছেন তাঁরা। এক ঝলকে দেখে নিন তাঁরা কে কে? এই তালিকার প্রথমেই রয়েছে অনুষ্কা শর্মার নাম। বিয়ের জন্য সব্যসাচীর তৈরি হালকা গোলাপি লেহেঙ্গা বেছেছিলেন অনুষ্কা। গোটা লেহেঙ্গায় ছিল সূক্ষ কাজ। লেক কোমোর সেই স্বপ্নের বিয়েতে নজর কেড়েছিল অনুষ্কার সাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি ছোটবেলার বন্ধু নাতাশা দালালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বলিউড তারকা বরুণ ধবন। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য সাদা বেসের পোশাকই বেছে নিয়েছিলেন নাতাশা। নেটিজেনদের নজর কেড়েছিল নাতাশার এই আভিজাত্যপূর্ণ সাজ।
তবে হালকা রঙের পোশাক বেছে নেওয়ার চল নতুন নয়। নিজের বিয়ের জন্য কমলা রঙের পোশাক বেছেছিলেন ঐশ্বর্য্য রাই।
বিয়ের দিন অফ হোয়াইট লেহেঙ্গার সঙ্গে মানানসই গয়নায় সাজতে দেখা গিয়েছিল 'গজনী' নায়িকা আসিনকে। অপূর্ব দেখাচ্ছিল তাঁকে।
বিয়ের জন্য রাস্ট রঙের খানদানি পোশাক বেছেছিলেন বেগম বেবো ওরফে করিনা কপূর। শোনা যায় এই পোশাক তাঁর শাশুড়িমা শর্মিলা ঠাকুরের।
বিয়ের জন্য লাল পোশাক পছন্দ করেননি সোহা আলি খানও। ক্রিম ও কমলার শেড বেছেছিলেন তিনি।
বিয়ের দিন করিশমা কপূর তাক লাগিয়েছিলেন, লাল নয়, গাঢ় গোলাপি লেহেঙ্গায়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -