Ankita Lokhande & Vicky Jain: মহারাষ্ট্রের রাজ্যপালকে বিয়েতে নিমন্ত্রণ জানালেন অঙ্কিতা-ভিকি
এই মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অঙ্কিতা লোখাণ্ডে ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন। এখন তাঁরা ব্যস্ত আমন্ত্রণ পত্র পাঠাতে। সম্প্রতি তাঁদের মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে আমন্ত্রণ জানাতে দেখা গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্যপালের সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি শেয়ার করেন তারকা জুটি।
ছবি শেয়ার করে অঙ্কিতা লেখেন, 'মহারাষ্ট্রে রাজ্যপাল মাননীয় ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করার সুযোগের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমি জানি আপনি প্রচণ্ড ব্যস্ত এবং আমি কৃতজ্ঞ যে আমাদের সঙ্গে রাজভবনে আপনি কথা বলেছেন সময় বের করে।'
ছবিতে ধবধবে সাদা শাড়িতে দেখা গেল অঙ্কিতাকে। তাঁর সঙ্গে মানানসই সাদা শার্টে ফ্রেমবন্দি ভিকি।
১২ ডিসেম্বর, ২০২১-এই বিয়ে অঙ্কিতা-ভিকির। প্রস্তুতি আপাতত তুঙ্গে।
কিছুদিন আগেই ইনস্টাগ্রামে ভিকি জৈনের সঙ্গে কনের সাজেও ছবি পোস্ট করেন তিনি। যেখানে তাঁকে মরাঠি বধূর লুকে দেখা যায়।
প্রসঙ্গত, শুধু ছোট পর্দাতেই নিজেকে আটকে রাখেননি অঙ্কিতা লোখান্ডে। তাঁকে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতের 'মণিকর্নিকা' ছবিতে। এছাড়াও 'বাঘি ৩'-এ অভিনয় করেন তিনি। ছবি সৌজন্য: অঙ্কিতা লোখান্ডের ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -