Central Board of Film Certification: কোন শর্তে U/A সার্টিফিকেট পেল 'ব্যোমকেশ', A পেল 'ওএমজি ২' ? নিয়মগুলি জানেন কি?
ছবি মুক্তির আগে একটা বিষয়ের ওপর কমবেশি নজর থাকে সব দর্শকেরই। কোন ছবি কী সার্টিফিকেট পেল এবং কী কী দৃশ্য বাদ গেল সেই ছবি থেকে। কিন্তু ঠিক কোন কোন শর্তপূরণ করতে হয় Central Board of Film Certification বা সেন্ট্রাল বোর্ড থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য? কত ধরনেরই বা সার্টিফিকেট হয়? নজর রাখা যাক...
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে কোনও ছবি মুক্তির আগে Central Board of Film Certification সেই ছবিটি দেখে একটি সার্টিফিকেট ইস্যু করে। ছবি মুক্তির পরে সেই সার্টিফিকেটের ভিত্তিতেই প্রেক্ষাগৃহে তা দেখতে পারেন দর্শক।
সাধারণত ৪ ধরণের সার্টিফিকেট দিয়ে থাক U এবং UA-এই দুটি সার্টিফিকেটই বেশি প্রযোজ্য। বাকি দুটি সার্টিফিকেট হল A এবং S। দেখে নেওয়া যাক, কোন সার্টিফিকেটের কী অর্থ-
U - ইউ শব্দের অর্থ আনরেসট্রিকটেড পাবলিক এক্সজিবিসন উইথ ফ্যামিলি ফ্রেন্ডলি মুভিজ (unrestricted public exhibition with family-friendly movies)। অর্থাৎ এই ছবি দেখায় কোনও বয়সের সীমাবদ্ধতা নেই। যে কোনও বয়সের মানুষ এই ছবিটি দেখতে পারেন। সাধারণত ছবিতে কোনও চূড়ান্ত হিংসাত্মক বা অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্য না থাকলে এই সার্টিফিকেট দেওয়া হয়।
শিক্ষা, পারিবারিক গল্প, সাই-ফাই বা রোম্যান্সের ছবি পায় এই সার্টিফিকেট। যেমন ২০১৪ সালে মুক্তি পাওয়া প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) অভিনীত ছবি 'মেরি কম' (Mary Kom) ছবিটি U সার্টিফিকেট পায়। ২০০৭ সালে অভিনীত 'বাল গণেশ' ছবিটিও পেয়েছিল U সার্টিফিকেট।
U/A - এই সার্টিফিকেট পায় moderate adult themes-এর ছবি। এই ছবি সর্বসাধারণের জন্য নয়। ১২ বছরের নিচের শিশুরা অভিভাবক বা অভিভাবিকাকে ছাড়া এই ছবি দেখার অনুমতি পায় না।
প্রেক্ষাগৃহে টিকিট বিক্রয়ের ক্ষেত্রে মেনে চলা হয় এই নিয়ম। এই ছবিতে সীমিত হিংসাত্মক বা ঘনিষ্ঠ দৃশ্য থাকতে পারে। তবে অশ্লীল কোনও শব্দ সরিয়ে দেওয়া বাধ্যতামূলক।
সামনেই মুক্তি পাবে দেব অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' এবং 'গদর ২' ছবিটি। এই দুটি ছবিই U/A সার্টিফিকেট পেয়েছে। U/A সার্টিফিকেট পেয়েছে কর্ণ জোহর (Karan Johar)-এর নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-ও।
A - এ অর্থাৎ অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ছবি। ১৮ বছরের নীচের শিশুদের এই ছবি দেখার অনুমতি নেই। প্রেক্ষাগৃহে টিকিট বিক্রয়ের ক্ষেত্রে মেনে চলা হয় এই নিয়ম। এই ছবিতে হিংসাত্বক বা ঘনিষ্ঠ দৃশ্য বা সামান্য অশ্লীল শব্দ থাকতে পারে তবে তা যেন কোনওভাবেই কোনও মহিলা, ধর্মীয় ভাবাবেগ বা বিশেষ কোনও জাতির অবমাননা না করে। সামনেই মুক্তি পাবে অক্ষয় কুমারের (Akshay Kumar)-এর 'ওএমজি ২' (OMG 2) ছবিটি। একাধিক দৃশ্যে কাটছাঁট করেও A সার্টিফিকেট পেয়েছে এই ছবিটি।
S - এস শব্দটি এখানে ব্যবহার করা হয় স্পেশাল অর্থে। অর্থাৎ এই ধরনের ছবি সবার দেখার জন্য নয়। চিকিৎসক বা বিজ্ঞানীদের জন্য এই ছবি বিশেষভাবে বানানো হয়। সাধারণত জনসাধারণের জন্য এই ছবি মুক্তির অনুমতি পায় না। তাই প্রেক্ষাগৃহে S সার্টিফায়েড ছবির শো-কেস হয় না। এছাড়াও রয়েছে V/U, V/UA, V/A-এই সার্টিফিকেটগুলি। তবে এগুলি ছবি নয়, ভিডিও মুক্তির জন্য ব্যবহার করা হয়। U, UA, এবং A সার্টিফিটেকের মতোই অর্থ হয় এগুলোর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -