Chanchal Chowdhury: জ্বলছে বাংলাদেশ, কেন চুপ চঞ্চল? মুখ খুলে অভিনেতা জানালেন...
জ্বলছে বাংলাদেশ। তিনিও তো সেই দেশেরই নাগরিক। তবে যখন মানুষ প্রতিবার জানাচ্ছে, রাস্তায় নামছে, সেই সময়ে কেন নীরব রইলেন তিনি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযখন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ নিয়ে নিজের মতামত জানানোর ঝড়, তখন কেন কোনও প্রতিক্রিয়া জানালেন না চঞ্চন চৌধূরী? খালি রইল তাঁর সোশ্যাল মিডিয়া ওয়াল।
কিন্তু কেন? দেশের এমন টালমাটাল অবস্থায় কেন তাঁর মুখে কুলুপ? সোশ্যাল মিডিয়ায় অবশেষে আজ মুখ খুললেন চঞ্চল।
চঞ্চল বাবা-মায়ের ভীষণ ঘনিষ্ঠ। খুব কম সময়ের মধ্য়েই প্রয়াত হয়েছেন অভিনেতার বাবা। ব্যক্তিগত জীবনের সেই ঝড় সামলেই শ্যুটিং শেষ করেছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় চঞ্চল চৌধুরী জানিয়েছেন, তাঁর মা অসুস্থ, সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে পারছেন না তিনি। ব্যস্ত রয়েছেন ব্যক্তিগত জীবন নিয়েই।
সেই সঙ্গে চঞ্চল চৌধুরী আরও জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে তিনি নিজে কাউকে বিবৃতি দেননি। আর তাই, তাঁর নাম নিয়ে কিছু লেখা হলেও তাতে দায় তাঁর নিজের নয়।
অভিনেতা চিরকালই পরিবার ভালবাসেন। সোশ্যাল মিডিয়ায় হামেশাই পরিবার, বিশেষ করে ছেলের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নেন চঞ্চল চৌধুরী।
আগাী ১৫ তারিখ মুক্তি পাবে 'পদাতিক'। মৃণাল সেনের জীবন আধারিত নতুন ছবি 'পদাতিক'। সেই কারণেই কলকাতায় আসার কথা ছিল চঞ্চলের।
তবে বাংলাদেশের পরিস্থিতির কারণে অনিশ্চিত হয়ে পড়েছিল চঞ্চলের কলকাতা আসা। শুধু তাই নয়, তিনি ব্যস্ত ছিলেন তাঁর মায়ের শরীর নিয়েও, এই কথা সোশ্যাল মিডিয়ায় লিখেওছেন তিনি।
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ছবির প্রচারের জন্য কলকাতায় আসছেন চঞ্চল। আগামী ১৫ তারিখ মুক্তি পাচ্ছে সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -