Deepika Padukone: খুব সহজেই চুল আর ত্বকের যত্ন নেন দীপিকা, ঘরোয়া এই কাজগুলো রোজ করতে পারেন আপনিও
সদ্য মা হয়েছেন তিনি, এখন একরত্তিকে নিয়েই সময় কাটছে তাঁর। তবে জানেন কি.. সাধারণ সময়ে প্রকাশ্যে আসার জন্য কিভাবে চুলের যত্ন নেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)? এক ঝলকে দেখে নিন দীপিকার হেয়ার কেয়ার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীপিকা পাড়ুকোন তাঁর চুলে বাউন্সি লুক ও ভলিউম আনার জন্য ব্যবহার করেন ড্রাই শ্যাম্পু। এতে চুল পরিষ্কার হয়ে যায় কিন্তু চিটচিটে হয়ে যায় না।
নায়িকা মানেই তাঁদের চুলে বিভিন্ন স্টাইলিং করতে হয়। এর ফলে ব্যবহার করা হয় বিভিন্ন মেশিন যার দ্বারা বেশিরভাগ সময়েই তাপ দিয়ে চুল সেট করা হয়। তাপ যাতে চুলের ক্ষতি না করে তার জন্য দীপিকা বিশেষ স্প্রে ব্যবহার করেন।
কেবল ফিট থাকার জন্য নয়, দীপিকা যে সমস্ত খাবার খান যেমন ফল বা শাক-সবজি, তা শরীরের সঙ্গে সঙ্গে ত্বক আর চুলের পক্ষেও ভীষণ ভাল।
বাইরে বেরোলে দীপিকা চুল খোলা রাখেন না। বেশিরভাগ সময়েই তিনি চুল খোঁপা করে বেঁধে নেন বা ঝুঁটি করে নেন। এর ফলে চুল দূষণ থেকে বাঁচে।
চুলের সঙ্গে সঙ্গে, নিয়মিত ত্বকের যত্ন নেন দীপিকা। রোজ সকালে উঠে তিনি প্রথমে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলেন। এতে ত্বক তরতাজা দেখায়।
এরপরে দীপিকা মুখে বরফের সেঁক দেন। এতে যেমন ত্বকের বলিরেখা দূর হয়, ত্বক তরতাজা দেখায়, তেমনই ডেড স্কিন সেলস বেরিয়ে যায়, ওপেন পোরসের সমস্যাও কমে।
এরপরে তোয়ালে দিয়ে স্পষ্ট করে মুখ মুছে ফেলেন দীপিকা। এর ফলে ত্বকের সমস্ত ময়লা বেরিয়ে যায়। ত্বক দেখায় ঝরঝরে ও পরিষ্কার।
এরপরে দীপিকা মুখে একটি হালকা ময়শ্চরাইজ়ার লাগিয়ে নেন। এতে ত্বক থাকে আর্দ্র ও ঝলমলে।
বাড়িতে থাকলেও দীপিকা ত্বকে সানস্ক্রিন লাগান। এর ফলে কোনওভাবে অল্প বিস্তর রোদ বা তাপ লাগলেও তা ত্বকের ক্ষতি করতে পারে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -