Dictionary Film Photos: নতুন ছবির প্রিমিয়ারেও একসঙ্গে যশ-নুসরত!
আজ মুক্তি পেল ব্রাত্য বসু পরিচালিত, নুসরত জাহান ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'ডিকশনারি'। গতকাল ছবির প্রিমিয়ারে হাজির রইলেন একঝাঁক তারকা। আজ সোশ্যাল মিডিয়ায় তার প্রিমিয়ার নাইট লুক শেয়ার করলেন 'ডিকশনারি'র 'স্মিতা'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাল গাউনে সেজেছিলেন নুসরত। তাঁর প্রিমিয়ার নাইটের সাজের সঙ্গে মোটেই মিল ছিল না তাঁর চরিত্রের।
ডিকশনারিতে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন নুসরত। নায়িকা জানিয়েছেন, এত গভীর চরিত্র তিনি আগে কখনও করেননি।
ছবির প্রিমিয়ারে একসঙ্গে যশ ও নুসরত
এদিন প্রিমিয়ার নাইটে নুসরতের সঙ্গে হাজির ছিলেন যশ দাশগুপ্ত। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই এখন শোনা যায় তাঁদের সম্পর্কের গুঞ্জন। কিন্তু প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই।
অন্যদিকে আপাতত নিখিলের সঙ্গে থাকছেন না নুসরত। সম্প্রতি নায়িকার জন্মদিন গিয়েছে। সেই দিনটাও তিনি কাটিয়েছিলেন পরিবার ও বন্ধুদের সঙ্গে। এদিন উপস্থিত ছিলেন না নিখিল
'ডিকশনারি' ছবিতে একসঙ্গে রয়েছেন দুই রাজনৈতিক চরিত্র। ব্রাত্য ও নুসরত। অভিনেতা ও পরিচালকের বাইরে তাজের রাজনৈতিক পরিচয়ও রয়েছে। ছবি সৌজন্যে - নুসরত জাহানের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -