Dilip Kumar Saira Banu Pics: সহ অভিনেতা থেকে স্বামী-স্ত্রী, দীর্ঘ যাত্রাপথে দিলীপ কুমারের সফরসঙ্গী সায়রা বানু
শ্বাসকষ্ট নিয়ে গত সপ্তাহে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ, বুধবার প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বয়স হয়েছিল ৯৮ বছর। আর এই দীর্ঘ যাত্রা পথে দিলীপ কুমারের সফরসঙ্গী ছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী সায়রা বানু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪৪ বছর বয়সে ২২ বছরের সায়রা বানুকে বিয়ে করেন তিনি। আজ দিলীপ সায়রার দীর্ঘ দাম্পত্যেও ছেদ পড়ল।
১৯৬৬ সালে ১১ অক্টোবর দিলীপ কুমারের সঙ্গে বিয়ে হয় সায়রা বানুর। অভিনেত্রী নাসিম বানুর মেয়ে সায়রা বানু। ১২ বছর বয়স থেকেই দিলীপ কুমারকে ভাল লাগত সায়রার।
বয়সের পার্থক্য অনেক হওয়ার জন্য দিলীপ কুমার সায়রা বানুর সঙ্গে দূরত্ব বজায় রাখতেন। কিন্তু ঝুক গ্যায়া আসমান ছবির শ্যুটিং চলাকালীন তাঁদের কাছাকাছি আসেন।
সায়রা বানুকে বিয়ের ১৬ বছর পর ১৯৮১ সালে সোশ্যালাইট আসমা সাহিবাকে বিয়ে করেন দিলীপ কুমার। তবে দুই বছরের মধ্যেই তা ভেঙে যায়। ফের সায়রার সঙ্গে থাকতে শুরু করেন দিলীপ।
একবার এক সাক্ষাৎকারে দিলীপ কুমার বলেছিলেন, আসমা সাহিবাকে বিয়ে করে আমি সায়রার সঙ্গে ভুল করেছিলাম। ওই সময়টা ভুলে যেতে চাই।
একসঙ্গে ভাল এবং কঠিন সময় কাটিয়েছেন তারকা দম্পতি। অনেকেই ভেবেছিলেন বয়সের পার্থক্যের জন্য তাঁদের বিয়ে বেশিদিন টিকবে না। কিন্তু বলিউডের এভারগ্রিন কাপল হিসেবে পরিচিতি পেয়েছেন তাঁরা।
বিয়ের পরও চলচ্চিত্র জগত ত্যাগ করেননি সায়রা। ১৯৭০ সালে মুক্তি পায় সায়রা বানু অভিনীত ছবি গোপি, সাগিনা, ১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল বৈরাগ। দিলীপ কুমার ট্র্যাজেডি কিং হিসেবে পরিচিত। ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি।
জানা যায়, অন্তঃসত্ত্বা পর্বে সায়রার গর্ভে তাঁদের সন্তানের মৃত্যু হয়। এরপর সন্তানের জন্য আর কখনও পরিকল্পনা করেননি তাঁরা। চড়াই-উৎরাই, জীবনের কঠিন পথ, হাসিমাখা মুহূর্ত একসঙ্গে কাটিয়ে দিয়েছেন তাঁরা।
কী ছিল দিলীপ-সায়রার সম্পর্কের ইউএসপি? তাঁদের ঘনিষ্ঠদের কথায়, সম্পর্কের মাঝে ছিল না কোনও গোলমাল। এমনকী কারোর মধ্যে ছিল না কোনও অহংকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -