Bollywood News: দীর্ঘদিন পর অভিনয় জগতে ফিরে ব্যর্থ এই অভিনেত্রীরা
গত কয়েকমাস ধরে ছোটপর্দায় কয়েকটি শোয়ের সিক্যুয়েল চলছে। কয়েকজন অভিনেত্রী দীর্ঘদিন পর অভিনয় জগতে ফিরেছেন। তবে এবার আর তাঁরা দর্শকদের মন জয় করতে পারেননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্টার প্লাসের জনপ্রিয় শো ‘প্রতিজ্ঞা’-র প্রধান মুখ পূজা গোর ‘প্রতিজ্ঞা ২’-র মাধ্যমে অভিনয় জগতে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। তবে এই শো খুব একটা জনপ্রিয় হয়নি।
‘কুমকুম’-খ্যাত জুহি পারমারও দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন। কিন্তু তাঁর নতুন শো একেবারেই জনপ্রিয় হয়নি।
ধারাবাহিক‘জসসি জ্যায়সি কোই নেহি’-তে দুরন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করা মোনা সিংহ এরপর আর কোনওদিনই জনপ্রিয়তা অর্জন করতে পারেননি।
‘গিলি গিলি গপ্পা’-র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা শ্বেতা গুলাটি আচমকা ছোটপর্দা থেকে উধাও হয়ে যান। দীর্ঘদিন পর তিনি প্রত্যাবর্তন ঘটান। তবে এবার আর আগের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি।
একসময় জনপ্রিয় অভিনেত্রী দিশা পারমার আট বছর পর ফের ছোটপর্দায় ফিরেছেন। তবে তাঁর শো‘বড়ে অচ্ছে লগতে হ্যায় ২’জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
‘গোপী বহু’গিয়া মানেক দীর্ঘ বিরতির পর অভিনয় জগতে ফিরেছেন। তবে তাঁর নতুন শো খুব একটা জনপ্রিয় হয়নি।
‘সাত ফেরে’-খ্যাত রাজশ্রী ঠাকুর বিরতির পর ছোটপর্দায় ফেরেন। তবে তাঁর প্রত্যাবর্তন সফল হয়নি। অভিনেত্রী সুকৃতী কণ্ডপালও দীর্ঘদিন পর অভিনয় জগতে ফেরেন। তবে তাঁর নতুন শো একেবারেই সফল হয়নি।
অভিনেত্রী সুকৃতী কণ্ডপালও দীর্ঘদিন পর অভিনয় জগতে ফেরেন। তবে তাঁর নতুন শো একেবারেই সফল হয়নি।
অভিনেত্রী পরিধী শর্মাও কিছুদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকার পর প্রত্যাবর্তন ঘটান। তবে তিনি আর জনপ্রিয়তা লাভ করতে পারেননি।
অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ একাধিক শোয়ে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তবে কিছুদিন বিরতি নেওয়ার পর প্রত্যাবর্তন ঘটিয়ে তিনি আর সফল হতে পারেননি।
একসময় বেশ জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী দীপিকা কক্কর। তবে অভিনয় জগতে তাঁর দ্বিতীয় ইনিংস ফ্লপ।
‘পবিত্র রিস্তা’-র মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী অঙ্কিতা লোখণ্ডে। তবে তিনি বেশ কয়েক বছর পর ফের অভিনয় শুরু করার পর আর আগের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -