'Yodha' Premier: স্যাটিন ড্রেসে নজরকাড়া দিশা, সস্ত্রীক সিদ্ধার্থ মলহোত্র, 'যোদ্ধা'র প্রিমিয়ারে চাঁদের হাট
মুক্তির অপেক্ষায় সিদ্ধার্থ মলহোত্র, রাশি খান্না ও দিশা পাটনি অভিনীত 'যোদ্ধা'। বৃহস্পতিবার ছবির প্রিমিয়ারে বসল চাঁদের হাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীকাল মুক্তির আগে স্ত্রী কিয়ারা আডবাণীর সঙ্গে প্রিমিয়ারে দেখা গেল সিদ্ধার্থকে। নীল পোশাকে কিয়ারাকে দেখা গেল।
দিশার সঙ্গে পোজ দিলেন সিদ্ধার্থ। ডেনিম ক্যাসুয়ালে নজর কাড়লেন সিড। ছিল অভিনেতার গোটা পরিবার।
ধূসর স্যাটিন ড্রেসে নজর কাড়লেন অভিনেত্রী দিশা পাটনি।
১৯৯২ সালের ১৩ জুন জন্মগ্রহণ করেন 'এস এস ধোনি: দ্য আনটোল্ড' স্টোরি অভিনেত্রী। ২০১৫ সালে ডেবিউ করেন অভিনয়ে।
তেলুগু ছবি 'লোফার'-এর হাত ধরে পা রাখেন অভিনয়ে। প্রথম হিন্দি ছবি সুশান্তের বিপরীতে 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'।
'আইফা অ্যাওয়ার্ড ফর স্টার ডেবিউ অফ দ্য ইয়ার - ফিমেল' পুরস্কার পান তিনি। ২০১৭ সালে চিনা অ্যাকশন কমেডি 'কুং ফু যোগা' ছবিতে দেখা যায় তাঁকে।
২০১৮ সালের 'বাঘি ২' ছবিতে মুখ্য নারী চরিত্রে দেখা যায়। ২০২০ সালে 'মলং' ও ২০২২ সালে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে দেখা যায়।
২০২৪ সালে একগুচ্ছ ছবি মুক্তি পেতে চলেছে দিশা পাটনির।
'কল্কি ২৮৯৮ এডি', 'কাঙ্গুভা' ও 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' মুক্তি পাবে। আগামীকাল মুক্তি পাবে 'যোদ্ধা'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -