Disha Patani: মাঝপথেই ছাড়েন ইঞ্জিনিয়ারিং, রইল দিশা পটানি সম্পর্কে অজানা কিছু তথ্য
১৩ জানুয়ারি ১৯৯২। উত্তর প্রদেশের বরেলিতে জন্ম নেন অভিনেত্রী দিশা পটানি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিশা পটানি জন্মসূত্রে রাজপুত, কুমাওনি। ইন্দো-আর্য নৃ-ভাষাগত গোষ্ঠী যারা কুমাওনি ভাষাকে তাদের প্রথম ভাষা হিসাবে ব্যবহার করেন। এঁরা বেশিরভাগই ভারতীয় হিমালয়ের কুমায়ুন অঞ্চলে এবং সুদূরপশ্চিম নেপালের কিছু অংশে বাস করেন।
দিশার বাবা জগদীশ পটানি পুলিশ অফিসার ও মা স্বাস্থ্য পরীক্ষক। তাঁর দিদি, খুশবু পটানি ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট। তাঁর ছোট ভাইও আছে।
লখনউ অ্য়ামিটি বিশ্ববিদ্যালয়ে দিশা ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হন। কিন্তু দ্বিতীয় বর্ষে মডেলিং ও অভিনয়ে মন দেবেন বলে পড়া ছাড়েন।
'পটানি' নয়, তাঁর পদবী আসলে 'পটনি'। এক রেডিও শো-তে এসে এই কথা জানান তিনি।
কেরিয়ার শুরু করেন তিনি তেলুগু ছবি 'লোফার' দিয়ে। ২০১৫ সালে বরুণ তেজের বিপরীতে এই ছবি মুক্তি পায়। তবে বক্স অফিসে বিশেষ চলেনি ছবিটি।
পরের বছর টাইগার শ্রফের সঙ্গে একটি মিউজিক ভিডিওয় অভিনয় করেন তিনি। নাম 'বেফিকরা'।
দিশা পটানি ছবিতে সাফল্যের সঙ্গে ব্রেক পান নীরজ পাণ্ডের 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'তে। সুশান্ত সিংহ রাজপুত ও কিয়ারা আডবাণীর সঙ্গে কাজ করেন। ছবিতে তিনি ধোনির প্রেমিকা প্রিয়ঙ্কা ঝা-এর চরিত্রে অভিনয় করেন যিনি গাড়ি দুর্ঘটনায় মারা যান।
এরপর টাইগার শ্রফের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন দিশা। 'বাঘি ৩', 'ভরত', 'রাধে' ছবিতেও দেখা গেছে তাঁকে।
২০২০ সালে, পটানি এমন বেশ কয়েকজন বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন যাঁরা 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে ইনস্টাগ্রাম বার্তা পোস্ট করেন এবং সমালোচিত হন। কারণ তাঁদের পূর্ববর্তী বিজ্ঞাপনের কাজ ত্বকের রং উজ্জ্বল করার বিপণন ছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -