Anant-Radhika Wedding: 'এসো দুজনে...' অনন্ত রাধিকার বিয়েতে সবচেয়ে বেশি নজর কাড়লেন কোন বলিউড তারকা-জুটি?
নীতা অম্বানির হাতে গণপতির মূর্তি, অনন্ত অম্বানির শেরওয়ানিতে হাতির ব্রোচ.. অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহের অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজরকাড়া অবশ্যই অম্বানি পরিবার। তবে তার বাইরে নজর কাড়লেন কোন কোন জুটি? এক ঝলকে দেখে নেওয়া যাক, অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ বাসরের জুটিদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছেলে মেয়েদের নিয়ে মুকেশ অম্বানি, এদিন এক ফ্রেমে ধরা দেন ইশা অম্বানি, আকাশ অম্বানি, শ্লোকা মেটা ও আনন্দ পিরামল।
তিনি বিবাহবাসরে আসবেন কি না তা নিয়ে জল্পনা ছিলই। কিন্তু বিদেশের ছুটি কাটছাঁট করে তিনি দেশে ফিরে এলেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের জন্যই। তাঁরা পা রাখতেই যেন কেড়ে নিলেন সমস্ত আলো। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে নজর কাড়লেন শাহরুখ খান ও গৌরী। সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান ও পুত্র আরিয়ান খানও।
হাসিমুখে.. গোলাপি বেনারসির সঙ্গে অফ শোলডার ব্লাউজ.. ভারি গয়না। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তাক লাগালেন আলিয়া ভট্ট। সঙ্গে মুক্তরঙা শেরওয়ানিতে মানানসই রণবীর কপূর।
তাঁদের সাজের মধ্যে যেন মিশে থাকে সারল্য। রঙিন লেহঙ্গা আর ভারি গয়নায় সাজলেন কিয়ারা আডবাণী। ভারি কাজের শেরওয়ানিতে নজর কাড়লেন সিদ্ধার্থ মলহোত্রও।
বলিউডের অন্যতম সেরা জুটি তাঁরা, অনেকে বলেন, মেড ফর ইচ আদার। অম্বানিদের বিবাহে তাক লাগালেন শাহিদ কপূর ও মীরা রাজপুত। পোশাকের রংমিলান্তিতে তাঁরা ছিলেন আজকের পার্টিতে নজরকাড়া।
লাল শাড়িতে অপরূপা ক্যাটরিনা কইফ, পাশে ভিকি কৌশল যেন কমপ্লিমেন্ট করছেন তাঁর পোশাককে। অম্বানিদের বিবাহ অনুষ্ঠানে হাতে হাত রেখে হাজির হলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ।
সপরিবারে মাধুরী দীক্ষিত নেনে। স্বামী ও পুত্রকে নিয়ে লেহঙ্গায় অম্বানিদের বিয়ে অনুষ্ঠানে ঝলমলিয়ে উঠলেন এই এভারগ্রীন নায়িকা।
বিদেশ থেকে উড়ে এসেছেন এই বিয়ের খাতিরেই। ক্যামেরার সামনে আসার আগে তাঁরা ঠিক করে দিলেন একে অপরের পোশাক। ক্যামেরার সামনে শুধু পোশাকের জোরে নয়, রসায়নেও নজর কাড়লেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস।
অন্তঃসত্ত্বা হয়েও, লাল সালোয়ার কামিজে অপরূপা দীপিকা পাড়ুকোন, বেবিবাম্প আগলে হাজির রইলেন রাধিকা মার্চেন্ট ও অনন্ত অম্বানির বিয়েতে। কথা বললেন সবার সঙ্গে। তাঁর সঙ্গে হাজির ছিলেন রণবীর সিংহও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -