Shammi Kapoor: সামশের রাজ কপূর থেকে শাম্মি কপূর, এক ঝলকে অভিনেতার অজানা কাহিনি
সামশের রাজ কপূর থেকে আজকের শাম্মি কপূর। ১৯৩১ সালে আজকের দিনেই জন্ম হয়েছিল বর্ষীয়ান অভিনেতার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৫৭ সালে তুমসা নেহি দেখা ছবির হাত ধরে বলিউডে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
এরপর আর ফিরে দেখতে হয়নি, তাঁদের হেয়ার স্টাইল থেকে সিনেমার সংলাপ ছড়িয়ে পড়েছে সিনে প্রেমীদের মুখে মুখে।
‘চাহে কই জঙ্গলি কহে’ আজও সবাই একইরকমভাবে মনে রেখেছেন।
সিনে দুনিয়ার প্রথম রকস্টার বলা হয় শাম্মি কপূরকে।
রঙিন রাতে ছবিতে পরিচয় হয় গীতা বালির সঙ্গে। প্রথম দেখাতেই পছন্দ হয়।
এরপর দুজনে বিয়ে করেন। কিন্তু ১৯৬৫ সালে মৃত্যু হয় গীতার।
জানা যায়, গীতার মৃত্যুতে বেপরোয়া হয়ে গিয়েছিলেন তিনি। এমনকী সন্তানদের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। এরপর পরিবারের চাপে ফের বিয়ে করেন অভিনেতা।
১৯৬৯ সালে নেইলা দেবীকে বিয়ে করেন শাম্মি কপূর।
জানা যায়, বিয়ের আগে নেইলাকে শর্ত্য দিয়েছিলেন শাম্মি কপূর। বলেছিলেন, তাঁদের কোনও সন্তান থাকবে না। গীতার সন্তানকে নিজের সন্তান মনে করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -