Celebrities Update: কেউ ১৬৫ টাকা মাইনের কেরানি, কেউ অধ্যাপক, সিনে-দুনিয়ার আসার আগে চাকরি করতেন এই তারকারা
নিজের ক্যারিশ্মায় দর্শকদের মোহিত করেছিলেন দেব আনন্দ। রূপোলি পর্দায় সাফল্যের আগে তিনি মুম্বইয়ের সেন্সর বোর্ডে ক্লার্ক হিসেবে কাজ করছেন। এই সরকারি চাকরিতে তাঁর মাইনে ছিল ১৬৫ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডের সুপারস্টার রাজকুমার সিনেমায় আসার আগে পুলিশে চাকরি করতেন। তিনি মহারাষ্ট্র পুলিশে চাকরি করতেন।
জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অভিনেতা হওয়ার আগে বাসের কন্ডাক্টর ছিলেন। এই সরকারি চাকরি ছেড়ে সিনেমা জগতে এসেছিলেন তিনি।
দুর্দান্ত অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন বলিউডের প্রয়াত অভিনেতা অমরীশ পুরী। তার আগে তিনি ছিলেন বীমা নিগমের ক্লার্ক।
জনি ওয়াকার অভিনয় জগতে আসার আগে মুম্বইয়ে বাস কন্ডাক্টর ছিলেন। নিজের প্রতিভার জেরে বলিউডে প্রতিষ্ঠা পেয়েছিলেন তিনি।
বলরাজ সাহনি ছিলেন কলেজের অধ্যাপক। চাকরি ছেড়ে অভিনয় দুনিয়ায় এসে ইন্ড্রাস্ট্রিতে জমি শক্ত করেছিলেন।
সাদাসিধে অভিনয়, পাশের বাড়ির ছেলের ইমেজ নিয়ে বলিউডে জনপ্রিয় অমল পালেকর। অভিনেতা হওয়ার আগে তিনি ছিলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক।
শিবাজী সাটমও অভিনয় জগতে আসার আগে সরকারি চাকরি করতেন। এক ব্যাঙ্কে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -