এক্সপ্লোর
Govinda: দ্বিতীয়বার বিয়ে করতে চেয়েছিলেন গোবিন্দ? বিচ্ছেদের জল্পনার মধ্যেই ভাইরাল বিয়ে নিয়ে অভিনেতার পুরনো মন্তব্য
Govinda News: বিয়ের পরেও একাধিকবার সম্পর্কে জড়িয়ে পড়েছেন গোবিন্দ। সেই কথা প্রকাশ্যেও এসেছে।
দ্বিতীয়বার বিয়ে করতে চেয়েছিলেন গোবিন্দ?
1/10

সদ্যই তাঁর বিবাহ-বিচ্ছেদ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শোনা গিয়েছে, ৬ মাস আগেই নাকি বলিউড তারকা গোবিন্দকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন তাঁর স্ত্রী সুনীতা। আর ইতিমধ্যেই ভাইরাল হল, বিয়ে নিয়ে করা গোবিন্দর পুরনো একটি মন্তব্যের ভিডিও। কী রয়েছে সেই ভিডিওতে?
2/10

বিয়ের পরেও একাধিকবার সম্পর্কে জড়িয়ে পড়েছেন গোবিন্দ। সেই কথা প্রকাশ্যেও এসেছে। এমনকি কিছু কিছু সময়ে গোবিন্দ নিজের মুখেই শেয়ার করেছেন সহ অভিনেত্রীদের প্রতি তাঁর অনুরাগের কথা। জুহি চাওলা থেকে শুরু করে রানি মুখোপাধ্যায়.. একাধিক অভিনেত্রীর প্রতি অনুরক্ত হয়েছেন গোবিন্দ।
3/10

গোবিন্দ এবং সুনীতার দাম্পত্য ভাঙনের মুখে বলে বেশ কিছুদিন ধরেই চর্চা। সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন সুনীতা নিজেই। নিজের একাকীত্ব নিয়ে যেমন মুখ খুলেছেন, তেমনই পরকীয়া নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা যায় তাঁকে।
4/10

আর সেই আবহেই বিস্ফোরণ ঘটে আইনি নোটিস পাঠানোর খবরে। জানা যায়, কয়েক মাস আগেই গোবিন্দকে বিচ্ছেদের নোটিস পাঠান সুনীতা। (Sunita Ahuja)
5/10

তারকা দম্পতির সম্পর্কে সবকিছু যে ঠিক নেই, তা গোড়াতেই স্বীকার করে নিয়েছিলেন গোবিন্দের আইনজীবী ললিত বিন্দল। এবার আইনি নোটিস নিয়েও মুখ খুলেছেন তিনি।
6/10

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ছ’মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সুনীতা। কিন্তু পরে আবার মিটমাট হয়ে যায়।
7/10

ফের মিল হয়ে গিয়েছে দু’জনের। স্বামী-স্ত্রীর মধ্যে এমন ঘটতেই থাকে। কিন্তু ওঁদের সম্পর্ক মজবুত। এখন সব ঠিক আছে।”
8/10

যে মন্তব্য ভাইরাল হয়েছে, সেখানে গোবিন্দ বলছেন, তাঁর কুষ্ঠিতে রয়েছে যে তাঁর নাকি দ্বিতীয়বার বিয়ে হবে। যদিও গোবিন্দর বিবাহিত একজনই, সুনীতা। কিন্তু গোবিন্দর কুষ্ঠিতে নাকি রয়েছে যে তাঁর দ্বিতীয়বার বিয়ে হতে পারে।
9/10

গোবিন্দ এর আগেও স্বীকার করে নিয়েছেন সহ-অভিনেত্রীর প্রতি তাঁর অনুরাগের কথা। জুহি চাওলা ও দিব্যা ভারতীর প্রতি অনুরক্ত ছিলেন গোবিন্দ সেই কথা স্বীকার করেছেন তিনি।
10/10

তবে গোবিন্দ বলেছেন, তিনি তখনই বিয়ে করতে পারবেন, যদি সুনীতা তাঁর সম্পর্ককে মেনে নেন বা রাজি থাকেন। সুনীতা মত না দিলে কখনোই তিনি বিয়ে করতে পারবেন না। তবে বর্তমানে নাকি সুনীতা ও তাঁর মধ্যে সমস্ত সমস্যা মিটে গিয়েছে।
Published at : 27 Feb 2025 03:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























