Hansika Motwani: 'কোই মিল গয়া'য় হৃতিকের ছোট্ট বন্ধু এখন রুপোলি পর্দার আবেদনময়ী অভিনেত্রী
সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় হংসিকা মোতওয়ানি। বলিউডে আপাতত তাঁকে কম দেখা গেলেও অনুরাগীদের নিরাশ করেননি তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে বিকিনি লুকে ঝড় তুলেছেন অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন প্রিন্টেড পোশাকে ফোটোশ্যুট করলেন হংসিকা। আপাতত ছুটিতে রয়েছেন নায়িকা। উপভোগ করছেন মি টাইম।
প্রতিটি ছবিতেই লাস্য়ময়ী হৃতিকের সহ-অভিনেত্রী। চমকে যাবেন না কই মিল গয়া-য় হৃতিকের বন্ধুকে মনে আছে নিশ্চয়ই।
সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে তাঁর নতুন লুক। প্রসঙ্গত, তেলুগু ছবি দিয়েই ডেবিউ করেন হানসিকা। পরে তেলুগু, কন্নড়, মালয়ালমে প্রায় ৫০-এর বেশি ছবি করেছেন তিনি।
২০০৩ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেছিলেন হংসিকা। টাবুর ছবি 'হাওয়া' এবং হৃতিক রোশন এবং প্রীতি জিনতা অভিনীত সুপারহিট বলিউড ছবি 'কোই মিল গয়া' য় দেখা গিয়েছিল তাঁকে।
২০০৭ সালে বলিউড ছবি 'আপন কা সুরুর' -এ হিমেশ রেশমিয়ার বিপরীতে দেখা যায় হংসিকাকে।
দক্ষিণে 'সিংহম থ্রি', 'রোমিও জুলিয়েট' এবং 'পাওয়ার' এর মতো বহু হিট ছবিতেও কাজ করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -