Happy Birthday Ayesha Takia: 'ওয়ান্টেড' নায়িকা আয়েশা টাকিয়ার সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়ার। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখুব অল্প বয়স থেকেই অভিনয় এবং মডেলিংয়ে আসেন আয়েশা টাকিয়া। ফাল্গুনি পাঠকের 'মেরি চুনর উড় উড় গয়ি' মিউজিক ভিডিও দিয়ে নজর কাড়েন। এছাড়াও নজর কাড়েন 'নেহি নেহি অভি নেহি' মিউজিক ভিডিওতেও।
একাধিক ছবিতে অভিনয় করেছেন আয়েশা টাকিয়া। তার মধ্যে বেশ কিছু ছবি শুধু বক্স অফিসেই সাফল্য পেয়েছে এমন নয়,. তার সঙ্গে বিভিন্ন মাধ্যমে প্রশংসিতও হয়।
মাত্র ১৩ বছর বয়স থেকে মডেলিং শুরু করেন আয়েশা টাকিয়া। বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। কমপ্ল্যানের বিজ্ঞাপনে তাঁকে দেখা যায় শাহিদ কপূরের সঙ্গে।
বড় পর্দায় আয়েশা টাকিয়ার ডেবিউ হয় 'টারজান দ্য ওয়ান্ডার কার' ছবি দিয়ে। এই ছবির জন্য একাধিক পুরস্কার পান তিনি।
'দিল মাঙ্গে মোর', 'সোচা না থা', 'শাদি নং ওয়ান'-এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। কমেডি থেকে সিরিয়াস, সমস্ত চরিত্রতেই সাবলীল অভিনয় করতে পারেন আয়েশা।
কেবলমাত্র হিন্দি ছবিতেই নয়, আয়েশা টাকিয়াকে দেখা গিয়েছে দক্ষিণী ছবিতেও। ২০১৫ সালে তেলুগু ছবিতে আত্মপ্রকাশ হয় তাঁর।
২০১৬ সালে গুঞ্জন শোনা যায় যে, ঠোঁটে সার্জারি করিয়েছেন আয়েশা টাকিয়া। নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোলের শিকার হন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবন থেকে পেশাদার জীবনের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন।
সলমন খানের সঙ্গে 'ওয়ান্টেড' ছবিতে জুটি বাঁধেন আয়েশা। তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি 'ওয়ান্টেড'। আয়েশা টাকিয়াকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -