Dhanush Birthday: 'কোলাভেরি ডি' থেকে 'রাউডি বেবি', বলিউডেও সমান জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ধনুশ
অভিনেতা ধনুশের আজ জন্মদিন। দক্ষিণী অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করলেও বর্তমানে ধনুশ সমানভাবে জনপ্রিয় বলিউডেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধনুশের জন্মদিনে তাই দেখে নেওয়া যাক তাঁর কেরিয়ারের চমৎকার কিছু কীর্তি। শুধু অভিনয় নয়, নাচেও কিন্তু সমানতালে জনপ্রিয় এই অভিনেতা।
সম্প্রতি সারা আলি খানের সঙ্গে 'অতরঙ্গি রে' ছবিতে অভিনয় করেছেন ধনুশ। নবাব-কন্যা ছাড়াও এই সিনেমায় ছিলেন অক্ষয় কুমার। সকলের মাঝে কিন্তু লাইমলাইট কেড়ে নিয়েছিলেন ধনুশই। তাঁর সাবলীল অভিনয় মনজয় করেছিল দর্শকদের।
বলিউডে অবশ্য ২০১৩ সালে অভিষেক হয়েছিল ধনুশের। আনন্দ এল রাইয়ের সিনেমা 'Raanjhana'- তে দেখা গিয়েছিল তাঁকে। বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন সোনম কাপুর।
এরপর 'শমিতাভ' ছবিতেও দর্শকদের নজর কেড়েছিলেন ধনুশ। বিগ বি'র সঙ্গে স্ক্রিনে রীতিমতো পাল্লা দিয়েছিলেন তিনি। অভিনয় দক্ষতায় বুঝিয়ে দিয়েছিলেন তিনি কোনও অংশে কম যান না।
২০১১ সালে ইন্টারনেট সেনসেশন হয়ে গিয়েছিলেন এই দক্ষিণী অভিনেতা। ধনুশের গান 'কোলাভেরি ডি'- এর জন্য প্রায় সকলেই একডাকে চিনে গিয়েছিলেন অভিনেতাকে।
দক্ষিণী ছবি 'অসুরান'- এ ধনুশের অভিনয়ের প্রশংসা করেছেন সকলেই। তালিকায় রয়েছে আরও অনেক দক্ষিণী ছবি। কেরিয়ারের শুরু থেকে এখনও পর্যন্ত সব সিনেমাতেই তাঁর ইউএসপি বলিষ্ঠ অভিনয়।
বলিউডে ইতিমধ্যেই তিনটি ছবি করেছেন ধনুশ। প্রথম এবং তৃতীয় ছবি অর্থাৎ Raanjhana এবং 'অতরঙ্গি রে'- তে আনন্দ এল রাইয়ের সঙ্গে কাজ করেছেন তিনি।
বি-টাউনে ধনুশের দ্বিতীয় ছবি ছিল 'শমিতাভ'। আর বাল্কির পরিচালনায় এই ছবিতে ধনুশের সঙ্গে একই পর্দায় ছিলেন অমিতাভ বচ্চন এবং কমল হাসানের জন্য অক্ষরা হাসান।
অভিনয়ের পাশাপাশি নাচেও সমান পারদর্শী ধনুশ। ২০২০ সালে 'মারি ২' ছবিতে সাই পল্লবীর সঙ্গে 'রাউডি বেবি' গানে দুর্দান্ত নাচ করেছেন তিনি। এটিই প্রথম দক্ষিণী গান যার ভিউ ইউটিউবে ১ বিলিয়ন পার হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল এই গান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -