Happy Birthday Ekta Kapoor: বিদ্যা থেকে সুশান্ত: একের পর এক তারকা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন একতা কপূর
টেলিভিশনের ছোট পর্দা থেকে বলিউডের বড় পর্দায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাঁর অবদান সবচেয়ে বেশি, তিনি আর কেউ নন, একতা কপূর। তাঁকে সিরিয়ালের মোঘল বললেও বেশি বলা হয় না। হিন্দি টেলি সিরিয়াল তৈরির ক্ষেত্রে একতা যত কাজ করেছেন, তা সম্ভবত আর কেউ করতে পারেননি। সেই একতা কপূরের আজ ৪৬ তম জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকতার ছোট পর্দায় এমন অনেক অভিনেতাকেই লঞ্চ করছেন, যাঁরা এখন বলিউডের সিনেমা ইন্ডাস্ট্রির বড় তারকা। একতা লঞ্চ করেছিলেন, এমন কয়েকজন সফল অভিনেতা সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিদ্যা বালন-একতা কপূরের প্রোডাকশন হাউস বালাজি টেলিফিল্মস জি টেলিফিল্মের সঙ্গে হাত মিলিয়ে ১৯৯৫-এ কমেডি সিরিয়াল ‘হম পাঁচ’ শুরু করেছিল। এই সিরিয়ালেই একতা বিদ্যা বালনকে ছোট পর্দায় লঞ্চ করেছিলেন। এই সিরিয়াল প্রায় চার বছর চলেছিল।
সুশান্ত সিংহ রাজপুত-এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় নিজের অভিনয়ের জন্য দর্শকদের মন জিতে নিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল একতা কপূরের হাত ধরেই। একতার সিরিয়াল পবিত্র রিস্তা-য় সুশান্ত মানব দামোদর দেশমুখের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই সিরিয়ালের পর তিনি বড় পর্দায় পা রেখেছিলেন। তাঁর প্রথম সিনেমা কাই পো চে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছিল।
রোনিত রায়- রোনিত রায় সেই সমস্ত অভিনেতাদের মধ্যে অন্যতম, যিনি বড় পর্দা থেকে এসে ছোট পর্দায় অভিনয় করেছিলেন। ১৯৯২-এ জান তেরে নাম-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু ওই সিনেমা তেমন সাফল্য পায়নি।
পরে রোনিত রায় একতা কপূরের বালাজি টেলিফিল্মসের কসৌটি জিন্দেগি কী-তে আট সপ্তাহের ক্যামিও রোল পেয়েছিলেন। কিন্তু এই ক্যামিও রোলেই দর্শকদের নজর কাড়েন তিনি। এরপরই জনপ্রিয় সিরিয়াল কিঁউকি সাস ভি কভি বহু থি-তে মিহির বিরানির ভূমিকা পেয়েছিলেন রোনিত।
প্রাচী দেশাই- বলিউডে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন প্রাচী দেশাই। তাঁকেও লঞ্চ করেছিলেন একতা। কসম সে সিরিয়ালে প্রাচীকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল। এর আগে কসৌটি জিন্দেগি কী-কে দুই দিন ক্যামিও রোলে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০০৮-এ রক অন সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।
রাজীব খাণ্ডেলওয়াল-অভিনেতা রাজীব খাণ্ডেলওয়ালকে একতা টেলিভিশন দুনিয়ায় লঞ্চ করেছিলেন। ক্যায়া হাদসা ক্যায়া হকিকত-এর একটি শো-তে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। পরে বালাজি টেলিফিল্মস তাঁকে কঁহি তো হোগি সিরিয়ালে প্রধান চরিত্র দিয়েছিল।
রাজীব আজ বিনোদন জগতের চেনা নাম। ছোট থেকে বড় পর্দায় তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছে। আমির সিনেমার মাধ্যমে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল।
এই অভিনেতা-অভিনেত্রীরা ছাড়াও আরও অনেকেই একতার হাত ধরে বিনোদন দুনিয়ায় পা রেখেছেন। একতা নিজেও ছোট পর্দার বেশ কয়েকজন শিল্পীকে বড় পর্দায় সুযোগ দিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -