Happy Birthday Rajesh Khanna: দুষ্প্রাপ্য ছবি থেকে অজানা তথ্য, একনজরে রাজেশ খন্নার জন্মদিন
আজ জন্মদিন বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজেশ খন্নার। চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর অজানা কিছু তথ্যতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'আখরি খত' ছবি দিয়ে বলিউডে পা রাখেন রাজেশ খন্না। তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডের অন্যতম বড় সুপারস্টার তিনি। তাঁর মতো স্টারডম পেতে চাইতেন সকলে।
পর্দার নাম রাজেশ হলেও তাঁর আসল নাম যতীন খন্না। আর প্রিয়জনদের কাছে তিনি পরিচিত 'কাকা' নামে। পঞ্জাবিতে 'কাকা' শব্দের অর্থ যে কিশোরের মুখাবয়ব শিশুর মতো। বিনোদন জগতে প্রবেশের আগে রাজেশ খন্নার নাম বদলে দেন তাঁর কাকা।
মহিলাদের মধ্যে রাজেশ খন্নার জনপ্রিয়তা ছিল ব্যাপক মাত্রায়। বলা হয়, মহিলা অনুরাগীরা তাঁকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠাতেন। শুধু তাই নয়, অনেক মহিলা আবার অভিনেতা ছবির সঙ্গেও বিয়ে করতেন।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, পরিচালক, প্রযোজকরা রাজেশ খন্নার বাড়ির সামনে লাইন দিতেন তাঁকে ছবিতে নেওয়ার জন্য। পারিশ্রমিক বেশি দিয়েও অভিনেতাকে ছবিতে নিতে চাইতেন তাঁরা।
বলা হয়, একবার পাইলসের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজেশ খন্না। আর ছবি নির্মাতারা তাঁর ঘরের পাশেই ঘর বুক করেছিলেন। যাতে সবার আগে তাঁরা অভিনেতাকে ছবির জন্য সই করাতে পারেন।
ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন রাজেশ খন্না। দুজনের বিয়ের পর একটি ছোট ভিডিও তৈরি করা হয়। যা দেশের বিভিন্ন সিনেমা হলে চালানো হত ছবি শুরুর আগে।
রাজেশ খন্নার জনপ্রিয়তা এতটাই ছিল যে, তাঁকে নিয়ে একটি কথাও প্রচলিত ছিল। 'উপর আকা, নিচে কাকা'। বাংলায় যার অর্থ, 'উপরে ভগবান আর নিচে কাকা বা রাজেশ খন্না।'
১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত একটানা ১৫টি ছবি সুপারহিট হয়েছিল রাজেশ খন্নার। তাঁর ছবি হিট হওয়ার পিছনে বড় হাত ছিল সঙ্গীত পরিচালক আরডি বর্মন এবং কিশোর কুমারের। দুজনের বহু গানে ঠোঁট মিলিয়েছেন রাজেশ খন্না।
কোনও কিছুর জন্যই নিজের লাইফস্টাইল বদলাননি রাজেশ খন্না। তিনি উদ্ধত ছিলেন। তিনি শ্যুটিংয়ের সেটে দেরি করে আসতেন। যখন ইচ্ছে সেটে যেতেন। তারপরও পরিচালক, প্রযোজকরা তাঁকে ছবিতে নেওয়ার জন্য লাইন দিতেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -