Happy Birthday Raveena Tandon: অভিনেত্রী থেকে সিঙ্গল মাদার, রবিনা ট্যান্ডনের জীবন ছবির মতোই রোমাঞ্চকর
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনের। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানেন কীভাবে নামকরণ হয়েছিল রবিনা ট্যান্ডনের? অভিনেত্রীর বাবার নাম রবি ট্যান্ডন। এবং মায়ের নাম বীণা ট্যান্ডন। বাবা-মায়ের নাম মিলিয়ে তাঁর নাম রাখা হয় রবিনা। সম্পর্কে তাঁর কাকা অভিনেতা ম্যাক মোহন ডাকনাম রেখেছিলেন রবিনা। অভিনেত্রীর ডাকনাম মুনমুন।
বলিউড সুপারস্টার সলমন খানের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন রবিনা। তাঁর প্রথম ছবি ছিল 'পাত্থর কে ফুল'।
জানা যায়, রবিনা ট্যান্ডন এবং অজয় দেবগন একই কলেজে পড়াশোনা করতেন। বিভিন্ন সাক্ষাতকারে অভিনেত্রী জানিয়েছেন যে, অজয় দেবগন তাঁকে চিনতে না পারায় তিনি দুঃখ পেয়েছিলেন।
রবিনা ট্যান্ডনের অভিনীত অনেক ছবি যেমন দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তেমনই বেশ কিছু গানও দর্শকরা আজও তাঁদের প্লে লিস্টে রাখেন। তার মধ্যে উল্লেখযোগ্য 'তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত', 'টিপ টিপ পরসা পানি' এবং আরও অনেক।
অক্ষয় কুমার ছাড়াও বলিউড তারকা গোবিন্দার সঙ্গে বহু ছবিতে জুটি বেঁধেছেন রবিনা। 'আঁখিও সে গোলি মারে', 'দুলহে রাজা'র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁদের।
চার সন্তানের মা রবিনা ট্যান্ডন। বিয়ে করেন ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং ব্যবসায়ী অনিল থাডানিকে।
বিয়ের আগেই দুই সন্তান দত্তক নেন রবিনা। সিঙ্গল মাদার হিসেবে তাঁর জার্নি সহজ ছিল না সে সময়ে।
শুধু মা নন, ইতিমধ্যে ঠাকুমাও হয়ে গিয়েছেন রবিনা ট্যান্ডন। পড়েই অবাক হলেন নিশ্চয়ই? তাহলে জেনে নিন, রবিনা ট্যান্ডনের বড় মেয়ে ছায়া ইতিমধ্যেই সন্তানের জন্ম দিয়েছেন।
শোনা যায়, ঋষি কপূরের প্রতি টান ছিল রবিনা ট্যান্ডনের। 'বম্বে ভেলভেট' ছবির প্রচারে এসে সেই প্রসঙ্গেও কথা বলেন রবিনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -