Happy Birthday Sushmita Sen: ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবন, বারবার প্রমাণ করেছেন তিনি আলাদা, জন্মদিনে সুস্মিতা সেন
মিস ইউনিভার্স (Miss Universe), বলিউড অভিনেত্রী (Bollywood Star), দুই কন্যা সন্তানকে দত্তক (adopt) নেওয়া, একাধিক সম্পর্কে জড়িয়েও একাই নিজের রাজত্ব তৈরি করা, একের পর এক ছক ভেঙেছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। বঙ্গকন্যা আজ পূর্ণ করলেন ৪৭ বছর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিস ইউনিভার্স হিসেবে কেরিয়ার শুরু করার পর বাকিদের মতো তৎক্ষণাতই প্রবেশ করেননি 'গ্ল্যামার' দুনিয়ায়। কিন্তু যখন তিনি পা রাখলেন অভিনয় জগতে, তখন নিজের ছাপ ছেড়ে গেলেন।
মাত্র ২১ বছর বয়েস অভিনয় যাত্রা শুরু। প্রথম ছবি 'দস্তক'। অন্য ধারার চরিত্রের পর 'সির্ফ তুম' ছবির 'দিলবর' গানের সেই উজ্জ্বল পারফর্ম্যান্স।
পরে ডেভিড ধবনের কমেডি ঘরানার ছবি 'বিবি নং ১'-এ অভিনয়। গ্ল্যামারাস, চোখ ধাঁধানো, ধনী ও ক্ষমতাশালী সেই নারী, যাঁর জন্য 'মধ্যবিত্ত, ঘরোয়া' মহিলাকে খুব সহজে বাতিল করবেন যে কোনও পুরুষ, এমন 'দ্বিতীয় নারী'র চরিত্রে অভিনয় করতেও তিনি পিছপা হননি।
তাঁর ব্যক্তিগত জীবনের মতো কর্মজীবনও বেশ ট্যুইস্টে ভরা। যখন নব্বইয়ের দশকের একাধিক অভিনেত্রী ২০০০-এর নবাগতাদের সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছেন, তখন সুস্মিতা নিজেকে ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেন। হাতে তুলে নেন অন্য ধরনের চরিত্র, সঙ্গে বজায় রাখেন পুরনো মেজাজ।
'আঁখে', 'তুমকো না ভুল পায়েঙ্গে', 'ফিলহাল' যেখানে সারোগেসি ছিল গল্পের মূল বিষয়, ইত্যাদি ছবিতে কাজ করেছেন একের পর এক।
নিজের গ্ল্যামের মোড়ক ঝেড়ে ফেলে ক্রাইম থ্রিলার 'সময়' ছবিতে দুর্দান্ত অভিনয় করেন। এই ছবির মাধ্যমে দর্শকদের কাছে নতুন করে ধরা দেন তিনি।
'ম্যায় হুঁ না' ছবিতে মিস চাঁদনীর চরিত্রে সুস্মিতা সেন ছাড়া অন্য কাউকে কল্পনা করা যায়? বুদ্ধিমত্তার সঙ্গে কমেডির পারফেক্ট ব্যালেন্স করেছিলেন এই চরিত্রে।
২০২২ সালে দাঁড়িয়ে সুস্মিতা সেনের ঝুলিতে ওয়েব সিরিজ 'আরিয়া'র দুটি অত্যন্ত সফল সিজন রয়েছে। এছাড়া তাঁর হাতে রয়েছে আরও একটি ওয়েব সিরিজ।
চলতি বছরের শুরুতে ললিত মোদি ঘোষণা করেন যে তিনি সুস্মিতার সঙ্গে সম্পর্কে আছেন। তাতে অবশ্য কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে, যদিও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই সমালোচনাও নিজের হাতেই বন্ধ করেছেন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -