Vikrant Massey: জন্মদিন কার সঙ্গে কাটালেন অভিনেতা বিক্রান্ত, দেখুন ছবি

৩রা এপ্রিল ছিল বলিউড অভিনেতা বিক্রান্ত মেসির জন্মদিন। এই বিশেষ দিনটি বাগদত্তা শীতল ঠাকুরের সঙ্গে কাটালেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শীতলও বিক্রান্তের জন্মদিনে তার জন্য একটি সুন্দর বার্তা লিখেছেন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ঈশ্বরকে ধন্যবাদ তুমি আমার জীবনে এসেছ।

এই দুজনকে দর্শক দেখেছেন 'Broken But Beautiful' ওয়েব সিরিজে।
শীতল ও বিক্রান্তের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হতে থাকে। ভক্তরা তাদের প্রচুর ভালবাসা দেয়।
দুজনেই বিয়ের আগে একটি বাড়িও কিনেছেন। শীতল নতুন বাড়ির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
বিক্রান্ত ও শীতল খুব শীঘ্রই বিয়ে করতে পারেন বলেও শোনা যাচ্ছে।
বিক্রান্ত তার চলচ্চিত্র জীবনের শুরু টিভি শো 'বালিকা বধূ' দিয়ে করেছিলেন। এরপর তাকে অনেক টিভি শোতে দেখা গেছে।
২০১৮ সালে প্রকাশিত ওয়েব সিরিজ 'মিরজাপুর'-এ বিক্রান্ত বাবলু পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ওয়েব সিরিজ থেকে তিনি আলাদা পরিচয় পেয়েছিলেন।
প্রসঙ্গত, ২০২০তে তাদের বিয়ে হওয়ার কথা থাকলেও করোনার জন্য় তা হয়ে ওঠেনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -