Sonam Kapoor Birthday: ৩৬-এ সোনম কপূর, মেয়ের ছোটবেলার জন্মদিনের ছবি শেয়ার করলেন অনিল
আজ সোনম কপূরের ৩৬ তম জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে মেয়ের ছোটবেলার অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একটা সুন্দর পোস্ট করলেন বাবা অনিল কপূর। ছবি সৌজন্য -- অনিল কপূরের ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটি ছবিতে দেখা যাচ্ছে সোনমকে নিজের কোলে ধরে রয়েছেন অনিল। আরেকটি ছবি শেয়ার করেন অনিল। সেটি সোনমের ছোটবেলার কোনও একটি জন্মদিনের অনুষ্ঠানের। ছবি সৌজন্য -- অনিল কপূরের ইনস্টাগ্রাম
সোনমের ছোটবেলায় জন্মদিন পালনের আরেকটি ছবি শেয়ার করেন অনিল। সেখানে দেখা যাচ্ছে, সোনম তাঁর জন্মদিনের কেকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাঁকে ঘিরে রয়েছেন বাবা-মা, বোন রিয়া সহ আরও অনেক কচিকাঁচার দল। ছবি সৌজন্য -- অনিল কপূরের ইনস্টাগ্রাম
মেয়ের জন্মদিনে একটি সুন্দর পোস্ট লেখেন অনিল। তিনি লেখেন, সেই মেয়েটাকে, যে নিজের স্বপ্নকে তাড়া করে, হৃদয়ের কথা শোনে। তোমাকে প্রতিদিন বড় হতে দেখা, বাবা হিসেবে আমার স্বপ্নপূরণ। আমার সন্তানদের জন্য আমি ভীষণ ভাগ্যবান। প্রয়োজন শক্ত, প্রয়োজনে নরম। সর্বদা উন্নতি করছ। প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি তোমার ছাপ রেখে দাও। আর সেটাই আমার অত্যন্ত পছন্দ। তুমি আর আনন্দ যে ভাল আছো, এতে আমি খুশি। চাই, দ্রুত তোমার সঙ্গে দেখা হোক। শুভ জন্মদিন। তোমাকে ভালবাসি। তোমার অভাব অনুভব করছি। ছবি সৌজন্য -- অনিল কপূরের ইনস্টাগ্রাম
সোনম সেই পোস্টের জবাবে জানান, তিনিও বাবাকে মিস করছেন। এর আগে, স্ত্রীর সঙ্গে বেশ কিছু মজাদার ছবি পোস্ট করেন স্বামী আনন্দ আহুজা। বর্তমানে দুজন লন্ডনে রয়েছেন। সেখানেই সোনমের জন্মদিন পালন করছেন আনন্দ। ছবি সৌজন্য -- আনন্দ আহুজার ইনস্টাগ্রাম
স্ত্রীর জন্মদিন উপলক্ষে আনন্দ একটি পোস্টে লেখেন, আমি জানি তুমি ওয়ালপেপার কতটা ভালবাসো। তবে, আমার একমাত্র ওয়ালপেপার তুমি। ছবি সৌজন্য -- আনন্দ আহুজার ইনস্টাগ্রাম
সোনমকে তাঁর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -