In Pics: যেন ননদ-বৌদির টক্কর, একই ধরনের পোশাকে ফ্যাশন শো-তে সোহা ও করিনা
ল্যাকমে ফ্যাশন উইকে বাহারি পোশাকে মুগ্ধতা ছড়ালেন পটৌডি পরিবারের তারকা কন্যারা। র্যা ম্পে তাঁদের স্টাইলে সবার নজর কাড়লেন করিনা কপূর খান ও সোহা আলি খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকয়েক মাস আগেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা। তারপর মার্জার সরণীতে যে স্টাইল দেখালেন করিনা, তা সত্যিই চোখে পড়ার মতো।
অন্যদিকে, টিউব গাউনে সবার মন জিতে নিলেন সোহা আলি খান।
ব্ল্যাক গাউনে সোহা র্যাম্পে নামতেই সবার চোখ চলে যায় তাঁর দিকে।
এমনিতে ট্র্যাডিশনাল লুকসের জন্যই পরিচিত সোহা। কিন্তু এই ওয়েস্টার্ন লুক দারুণভাবে ক্যারি করেন তিনি।
করিনাকে প্রতি বছরই ওই ফ্যাশন শো-তে নানান লুকে দেখা যায়।
সিলভার ড্রেসের সঙ্গে করিনা সিলভার হিলস-ই পরেছিলেন। আর সেই সিলভার হিলস দারুণভাবে মেলে ধরেন করিনা।
প্রত্যেক বছরই নিজের লুকে অনুরাগীদের মোহিত করেন করিনা।
করিনা তাঁর এই লুক সাপোর্ট করতে ডার্ক মেরুন লিপ শেড ব্যবহার করেছিলেন।
অন্যদিকে, সোহা তাঁর ফেয়ারি লুক সাপোর্ট করতে লাইট ওয়েট জুয়েলারি পরেছিলেন।
উল্লেখ্য, করিনা ও সোহা একে অপরের বৌদি ও ননদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -