Aamir Pooja Pics: নিছক বন্ধুত্ব নাকি প্রেম? আমিরের সঙ্গে স্মৃতিরোমন্থন পূজার
বলিউড অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সম্পর্ক কোনও নতুন বিষয় নয়। একসঙ্গে কাজ, সেখান থেকে প্রেম এবং সম্পর্ক, এই ঘটনা ঘটে চলেছে বহু বছর ধরে। একই ঘটনা ঘটেছিল আমির খান এবং পূজা ভট্টের সঙ্গেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল হ্যায় কী মানতা নেহি ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। এই সময়ে তাঁরা একে অপরের কাছাকাছি আসেন। কিন্তু অনেকেই এই সম্পর্কের বিষয়ে জানেন না। অনেকেই বলে থাকেন, তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নয়, নিছকই বন্ধুত্ব।
দিনকয়েক আগে এই ছবির ২৭ বছর পূর্ণ হল। আমিরের সঙ্গে স্মৃতি রোমন্থন করেন পূজা। সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, আমিরের সঙ্গে বেশ মজার সম্পর্ক। শ্যুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন পূজা।
পূজা জানিয়েছেন, আমির একটা খালি কাপ নিয়ে চা খাওয়ার ভঙ্গী করছিলেন। একটা সাদা জামা পরে বলেছিলেন তিনি। পূজা জানান, তিনি ভয় পাচ্ছিলেন যদি ওই চা তাঁর জামায় পড়ে যায়।
আমিরের সঙ্গে পূজা স্ক্রিন শেয়ার করেছেন একাধিকবার। পর্দায় তাঁদের রসায়ন খুব ভাল হলেও বিতর্কের শেষ ছিল না তাঁদের দুজনের মধ্যে। পূজা জানিয়েছেন তাঁর মুকেশ ভট্ট তাঁদের টম এন্ড জেরি বলতেন। পূজা লিখেছেন, একে অন্যের সঙ্গে মজা করিয়ে ভালবাসা প্রকাশ করতাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -