Malaika Arora: জানেন কি অভিনেত্রী না হয়ে শিক্ষিকা হতে চেয়েছিলেন মালাইকা? কোন বিষয়ে আগ্রহী ছিলেন তিনি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2021 05:31 PM (IST)
1
মালাইকা আরোরা তাঁর সময়কার একজন বিখ্য়াত মডেল। একাধিক ছবিতে তাঁর কাজ প্রশংসিত হয়েছে দর্শক মহলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
তবে আপনি জানেন কি গ্ল্য়ামার জগতে আসার আগে শিক্ষিকা হতে চেয়েছিলেন মালাইকা? তাঁর পছন্দের বিষয় ছিল মনোবিজ্ঞান।
3
মনোবিজ্ঞান মালাইকার পছন্দের বিষয় ছিল কারণ তিনি সহজেই মানুষের মন এবং দেহের ভাষা পড়তে পারতেন।
4
তবে ভাগ্য়ের কারণে তিনি গ্ল্য়ামার জগতে এসে পড়েন ও আজ তাঁকে একনামেই দশর্ক চিনতে পারেন।
5
একাধিক ছবিতে মালাইকার নাচ মুগ্ধ করেছে দর্শককে।
6
প্রসঙ্গত, খুব শীঘ্রই একটি রান্নার শো'য়ে দেখা মিলতে চলেছে মালাইকার।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -