Children's Day 2021: শিশু দিবসে বাড়ির খুদেকে নিয়ে দেখুন এই বিখ্যাত ছবিগুলি
তারে জমিন পর - ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি। ডিসলেক্সিয়া রোগাক্রান্ত খুদে ইশান অবস্তি এখনও সকলের মনে উজ্জ্বল। নিকুম্ভ স্যারের ভূমিকায় নজর কেড়েছিলেন আমির খানও। এখন নেটফ্লিক্সে পাবেন ছবিটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআই অ্যাম কালাম - ২০১১ সালে মুক্তি পায় ছবিটি। এক গরিব খুদে, ছোটু, কীভাবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের থেকে অনুপ্রাণিত হয়, সেই নিয়েই তৈরি ছবি। এখন নেটফ্লিক্সে পাবেন ছবিটি।
চিল্লর পার্টি - ২০১১ সালের ছবি। একদল কচিকাঁচা জোট বেঁধে অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। সকলে সমান, এবং দুঃসময়ে একে অন্যের পাশে থাকার বার্তা দেয় এই ছবি। এখন নেটফ্লিক্সে পাবেন ছবিটি।
স্ট্যানলি কা ডাব্বা - ২০১১ সালের ছবি। এই ছবি চতুর্থ শ্রেণির স্ট্যানলির গল্প বলে। এখন ডিজনি প্লাস হটস্টারে পাবেন ছবিটি।
কোই মিল গয়া - ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি কল্পবিজ্ঞান ঘরানার ছবি। হৃত্বিক রোশনের হাত ধরে ভারতীয় দর্শক আলাপ করেছিল ভিন গ্রহের 'জাদু'র সঙ্গে। এখন জি ফাইভে পাবেন ছবিটি।
হ্যারি পটার - মোট ৮টি ছবির সমাহার গোটা হ্যারি পটারের জাদুর দুনিয়া। তিন তরুণ জাদুকরের একের পর এক আত্মত্যাগ ও লড়াই ও স্কুলকে বাঁচানোর গল্প বলবে এই ছবির সিরিজ। প্রত্যেকটি ছবি দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে।
পিনোশিও - একাধিকবার ছোটদের এই কমিক্সকে ছবির রূপ দেওয়া হয়েছে। কখনও অ্যানিমেশন তো কখনও সাধারণ ছবির মতো। ১৯৪০ সালে ওয়াল্ট ডিজনির তরফে এই ছবি মুক্তি পায়। ২০১৯ সালেও মুক্তি পায় পিনোশিও। দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে।
দ্য লায়ন কিং - ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি নতুন করে তৈরি হয়ে মুক্তি পায় ২০১৯ সালে। একাধিক ভাষায় মুক্তি পায় মুফাসা ও সিম্বার গল্প। ছবিটি এখন ডিজনি প্লাসে দেখতে পাবেন।
ফ্রোজেন - খুদেদের মধ্যে প্রবল জনপ্রিয় ছবি 'ফ্রোজেন'। এর একাধিক পর্ব আছে। ছবিটি এখন ডিজনি প্লাসে দেখতে পাবেন।
হাউ টু ট্রেন ইওর ড্রাগন - ২০১০ সালে মুক্তি পায় ছবিটি। ছোট্ট হিক্কাপ কীভাবে ড্রাগন নিয়ে তার জাতির ধারা বজায় রাখে তার গল্প। ছবিটি এখন নেটফ্লিক্সে দেখতে পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -