Akshara Singh Pics: স্টাইল ও গ্ল্যামারে নজরকাড়া এই ভোজপুরি অভিনেত্রী
সিনে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় গড়ে তোলা প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীরই স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন সবার ক্ষেত্রেই সফল হয় না। অক্ষরা সিংহ নামে এই অভিনেত্রী কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় গড়ে তুলতে পেরেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅত্যন্ত অল্প সময়ের মধ্যেই নিজস্ব পরিচিত গড়ে তুলেছিলেন অক্ষরা। তিনি আসলে ভোজপুরি সিনেমার অভিনেত্রী। তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা এখন প্রচুর।
পর্দায় বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত অক্ষরা রিয়েল লাইফেও খুবই সাহসী। আর স্টাইল আইকনও হয়ে উঠেছেন তিনি।
আর এই স্টাইলিশ লুক তাঁর অনুরাগীদের খুবই পছন্দের। এই কারণেই তাঁর ছবি প্রায়ই ট্রেন্ডিংয়ে থাকে।
অক্ষরা সিংহ ২০১০-এ অ্যাকশন-ড্রামা সিনেমা সত্যমেব জয়তে-তে অভিষেক করেন। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ভোজপুরি সিনে ইন্ডাস্ট্রিতে পবন সিংহ ও অক্ষরা সিংহর জুটি বেশ কয়েক বছর ধরে হিট ছিল। পবন সিংহর সঙ্গে সত্যা, নবাদলা, মা তুঝে সালাম-এর মতো সিনেমায় কাজ করেছেন অক্ষরা।
দুজনের সম্পর্কও ভোজপুরি সিনে দুনিয়ায় সংবাদের শিরোনামে ছিল। কিন্তু পবনের বিয়ের সিদ্ধান্তের পর সেই জল্পনায় জল পড়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -