Actress Beauty Tips: করিনা থেকে মালাইকা, রূপটানে অভিনেত্রীদের পছন্দের বিউটি টিপস
বলিউডের অধিকাংশ অভিনেত্রীই ত্বকের পরিচর্যার জন্য পরম্পরাগতভাবে চলে আসা পদ্ধতির ওপর ভরসা রাখেন। ত্বকের উজ্জ্বলতার জন্য তাঁরা ঘরোয়া টোটকাই ব্যবহার করেন। প্রিয়ঙ্কা চোপড়া এমনই পরাম্পরাগত ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করে থাকেন, আর তা আধ ঘণ্টা পর ইষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলেন। প্রিয়ঙ্কা বলেন, এই ঘরোয়া টিপসই তাঁর ত্বক পরিষ্কার রেখে ত্বকে তরতাজা ভাব এনে দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরিশ্মা কপূর ও করিনা কপূর দুজনেই তাঁদের ত্বক সুন্দর রাখতে মাচা ফেস প্যাক ব্যবহার করে থাকেন। মাচা এক বিশেষ ধরনের গ্রিন টি। মাচা অ্যান্টি অক্সিডেন্টস ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে ভরপুর। এই গ্রিন টি দিয়ে তৈরি ফেস প্যাক মুখে নজরকাড়া ঔজ্জ্বল্য এনে দেয়। মাচা টি-তে ক্লোরোফিলও অধিকমাত্রায় পাওয়া যায়, যা ত্বকের গভীরে গিয়ে গোলাপী ঔজ্জ্বল্য ফুটিয়ে তুলতে সহায়ক হয়।
এ ব্যাপারে সুস্মিতা সেন খুবই সাধারণ টোটকা ব্যবহার করে থাকেন। সুস্মিতা বলেন, তিনি বেসনের সঙ্গে দুধের সর মিশিয়ে ফেস স্ক্র্যাব তৈরি করেন এবং কিছুক্ষণ এই স্ক্র্যাব দিয়ে ত্বকে মেসেজ করেন। উল্লেখ্য, বেসনে জিঙ্ক ও ত্বক মসৃণ রাখতে সাহায্যকারী উপাদান থাকে। এই প্যাক সুস্মিতাকে একনে, পিম্পল বা ত্বকের অন্য কোনও সমস্যা থেকে দূরে রাখে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মালাইকা অরোরা, সোনম কপূর, ইয়ামি গৌতম সহ বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী ত্বকে ঔজ্জ্বল্য আনতে ফেস মাস্কের ব্যবহার করে থাকেন। ত্বকের প্রয়োজন অনুসারে অবশ্য রুটিন ভিন্ন ভিন্ন হয়। কেউ প্রত্যেকদিনই, কেউ প্রতি সপ্তাহে একবার ফেসপ্যাক ব্যবহার করেন। উল্লেখ্য, ক্লে ফেস প্যাক উপাদান সমস্ত খামতি দূর করতে সহায়ক।
মালাইকা প্রত্যেকদিন তাঁর মুখে অ্যালোভেরা জেল লাগাতে পছন্দ করে। সময় পেলেই তিনি অ্যালোভেরা জেল ব্যবহার করেন। যখনই দীর্ঘ সময় ত্বকে মেকআপ রাখার প্রয়োজন হয়, তখন মালাইকা দিনে দুবার ১০ মিনিট করে তাঁর অ্যালোভেরা জেল ব্যবহার করে থাকেন। মালাইকা তাঁর ত্বকে মধু ব্যবহারও পছন্দ করেন। ত্বকে কোমলতা ও ঔজ্জ্বল্য বাড়াতে সহায়ক মধু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -