'83': রণবীরের কেরিয়ারের সফলতম ছবি হতে চলেছে ‘৮৩’?
বিশেষজ্ঞদের মতে, রণবীরের কেরিয়ারের সফলতম ছবি হতে চলেছে ‘৮৩’। প্রথম দিন থেকেই বক্স অফিসে চমকপ্রদ সাফল্য পেতে পারে ছবিটি। ছবি সৌজন্যে ট্যুইটার/https://twitter.com/taran_adarsh
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৯-এর ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘গালি বয়’। প্রথম দিন বক্স অফিসে এই ছবি ১৯.৪০ কোটি টাকার ব্যবসা করে। ছবি সৌজন্যে ট্যুইটার/https://twitter.com/taran_adarsh
রণবীরের কেরিয়ারে এখনও পর্যন্ত প্রথম দিন সবচেয়ে ভাল ব্যবসা করেছে রোহিত শেট্টির ‘সিম্বা’। প্রথম দিন এই ছবিটি বক্স অফিসে ২০.৭২ কোটি টাকার ব্যবসা করে। ছবি সৌজন্যে ট্যুইটার/https://twitter.com/taran_adarsh
রণবীরের কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘পদ্মাবৎ’। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় ছবিটি। প্রথম দিন বক্স অফিসে ১৯ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। ছবি সৌজন্যে ট্যুইটার/https://twitter.com/taran_adarsh
রণবীর ও বাণী কপূরের ছবি ‘বেফিকরে’ খুব একটা সফল হয়নি। ছবিটি প্রথম দিন বক্স অফিসে ১০.৩৬ কোটি টাকার ব্যবসা করে। ছবি সৌজন্যে ট্যুইটার/https://twitter.com/taran_adarsh
রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা চোপড়ার ছবি ‘বাজিরাও মস্তানি’ মুক্তি পায় ২০১৫ সালের ডিসেম্বরে। বক্স অফিসে প্রথম দিন ছবিটি ১২.৮০ কোটি টাকার ব্যবসা করে। ছবি সৌজন্যে ট্যুইটার/https://twitter.com/taran_adarsh
- - - - - - - - - Advertisement - - - - - - - - -