Sandeep Reddy Vanga:জাভেদ আখতার, কিরণ রাও, কঙ্গনা রানাউত...পর পর বিতর্কে সন্দীপ রেড্ডি ভাঙ্গা
একের পর এক বিতর্ক, আর তার জেরে টানা শিরোনামে 'অর্জুন রেড্ডি', 'কবীর সিং', 'অ্যানিমাল' ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তালিকায় নতুন সংযোজন কঙ্গনা রানাউত। (ছবি:Sandeep Reddy Vanga Insta)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'দয়া করে আমাকে আপনার ছবিতে কোনও চরিত্র দেবেন না। তা হলে আপনার আলফা মেল চরিত্রগুলি নারীবাদী হয়ে যাবে, আর আপনার ফিল্মও মার খাবে', পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে ঠিক এই ভাষাতেই 'জবাব' দিলেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত। কিন্তু কেন?(ছবি:Kangana Ranaut Insta)
সোশ্য়াল মিডিয়ায় একেবারে সরাসরি 'অ্যানিমাল'-র সমালোচনা করেছিলেন বলি-অভিনেত্রী। তাঁর বক্তব্য ছিল, মহিলাদের মারধর করার মতো বিষয়টিকে এই ছবিতে প্রশ্রয় দেওয়া হয়েছে। ভাঙ্গাকে সে কথা বলা হলে পরিচালক বিষয়টি ইতিবাচক ভাবেই নেন। (ছবি:Sandeep Reddy Vanga Insta) (ছবি:Sandeep Reddy Vanga Insta)
বলেন, 'কুইন ছবিতে ওঁর (কঙ্গনা) অভিনয় আমার সত্যিই ভাল লেগেছিল। এছাড়া আরও অনেক ছবিতেই ওঁর অভিনয় ভাল লাগে। তাই অ্যানিমাল সম্পর্কে উনি কোনও নেতিবাচক মন্তব্য করলে, আমি খারাপ ভাবে নেব না। ওঁর কথায় ক্ষুব্ধও হচ্ছি না...ওঁর কাজ দেখেছি। তাই খারাপ লাগছে না।' শুধু তাই নয়। তিনি যে কঙ্গনার সঙ্গে কাজ করতে ইচ্ছুক, সে কথাও রাখঢাক না করেই জানিয়েছিলেন 'অ্যানিমাল'-র পরিচালক।(ছবি:Sandeep Reddy Vanga Insta)
তারই জবাবে অভিনেত্রী সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ পোস্ট করেন, 'সমীক্ষণ এবং সমালোচনা এক জিনিস নয়। সব ধরনের আর্টেরই সমীক্ষণ হওয়া দরকার। এটাই স্বাভাবিক। যে ভাবে আমার সমীক্ষণ শুনে সন্দীপজি হেসে তাঁকে সম্মান জানালেন, তাতে মনে হল, উনি শুধু পুরুষ-প্রধান ছবিই বানান না। ওঁরা মেজাজটাও অনেকটাই পৌরুষপূর্ণ। ধন্যবাদ। তবেদয়া করে আমাকে আপনার ছবিতে কোনও চরিত্র দেবেন না। তা হলে আপনার আলফা মেল চরিত্রগুলি নারীবাদী হয়ে যাবে, আর আপনার ফিল্মও মার খাবে। আপনি ব্লকবাস্টার ছবি তৈরি করেন। ইন্ডাস্ট্রির আপনাকে দরকার।' (ছবি:Kangana Ranaut Insta)
একদিকে যখন এদিন কঙ্গনার এই জবাব নিয়ে হইচই চলছে, তখন পরিচালক ও আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও-ও 'অ্যানিমাল'-র নির্দেশকের সমালোচনার জবাবে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, তিনি বিভিন্ন ছবিতে স্ত্রী-বিদ্বেষ ও মহিলাদের যে ভাবে তুলে ধরা হয়, সে বিষয়ে মন্তব্য করেছিলেন। সন্দীপের ছবির নাম নেননি। এর আগে, কিরণের একটি মন্তব্যের প্রেক্ষিতে সন্দীপকে বলতে শোনা যায়, 'ওই মহিলার আমির খানের কাছে খম্বে জ্যায়সি খরি হ্যায় গানটি সম্পর্কে' জানতে চাওয়া উচিত।' তার পরই মুখ খোলেন কিরণ রাও। (ছবি:Kangana Ranaut Insta)
শুধু কঙ্গনা রানাউত বা কিরণ রাও নন, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবির সমালোচনা করে তাঁর বিরাগভাজন হয়েছেন গীতিকার ও কবি জাভেদ আখতারও। 'অ্যানিমাল'-কে 'বিপজ্জনক' বলেছিলেন জাভেদ আখতার। জবাবে সন্দীপ তাঁকে নিজের ছেলের ছবি দেখার পরামর্শ দেন। পরিচালকের বক্তব্য, ফারহান আখতারের প্রযোজনায় তৈরি 'মির্জাপুর' দেখলে যে কোনও কেউ অসুস্থ বোধ করবেন। (ছবি: Javed Akhtar X)
অতীতেও একাধিক বার নানা বিতর্কে জড়িয়েছেন পরিচালক। তাঁর ছবিতে মহিলা-বিদ্বেষ, পুরুষ-প্রাধান্য, মহিলা-নিপীড়নের মতো বিষয়গুলির মাহাত্ম্য প্রচার করা হয়, এমন অভিযোগ উঠেছে। অপ্রয়োজনীয় হিংসার ব্যাপকতা নিয়েও বারে বারে সমালোচিত হয়েছেন তিনি। এবারও পর পর বিতর্ক। (ছবি:Sandeep Reddy Vanga Insta)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -