Ankita Lokhande Wedding: মুখে চওড়া হাসি নিয়ে সুন্দর মেহেন্দির রহস্য ফাঁস করলেন অঙ্কিতা
রাত পোহালেই চার হাত এক হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন টেলি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও তাঁর প্রেমিক ভিকি জৈন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মেহেন্দি' অনুষ্ঠানের একাধিক ছবি পোস্ট করলেন অঙ্কিতা।
সাদা ও গোলাপী লেহেঙ্গায় চোখ ধাঁধানো সুন্দরী দেখাচ্ছিল অভিনেত্রীকে। তাঁর সঙ্গেই রঙের সামঞ্জস্য রেখে শেরওয়ানি পরেন ভিকি জৈন।
প্রত্যেকটি ছবিতে তারকা জুটির মুখে চওড়া হাসি চোখে পড়ার মতো।
মেহেন্দির সঙ্গে দেদার নাচগান চলতে থাকে, তা ছবি দেখেই স্পষ্ট।
ছবি পোস্ট করে ক্যাপশনে অঙ্কিতা লেখেন, 'আমরা মধ্যে যে ভালবাসা রয়েছে তার কারণেই আমার মেহেন্দি এত সুন্দর দেখাচ্ছে...এত অর্থ সম্মত...ভীষণ স্মরণীয়'।
একাধিক পোজে, একাধিক মুহূর্তের ছবি পোস্ট করেন অভিনেত্রী।
শুধু নতুন বর-কনেই নন, তাঁদের গোটা পরিবারই মেতে ওঠেন নাচের তালে।
তাঁর পোস্টে শুভেচ্ছা জানান একাধিক টিনসেল তারকা। ম্রুণাল ঠাকুর, শাহির শেখ থেকে শুরু করে আরও অনেকেই কমেন্ট করেন।
সমস্ত ছবি সৌজন্য: অঙ্কিতা লোখান্ডের ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -