Malaika Arora: শাড়ি লুকে নজরকাড়া, নানা রূপে মালাইকা
মেটালিক গোল্ড শাড়িতে গ্ল্যামারাস মালাইকা। ডিপ নেক ব্লাউজ, এলোমেলো চুল ও পারফেক্ট মেকাপে মালাইকা অরোরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলাই বাহুল্য, যে কোনও ধরনের পোশাকেই দারুণ মানায় মালাইকাকে। এই লুক তারই প্রমাণ।
হলুদ শাড়িতে নিজের লুককে সাইড পার্ডেট হেয়ার, চোকার নেকপিস ও স্টেটমেন্ট ইয়ারিংসে নয়া মাত্রা দিয়েছেন।
ট্র্যাডিশনাল লুকে মালাইকা। লাল বেনারসী শাড়িতে মালাইকা।
এই প্রিন্টেড শাড়িতে মালাইকা প্লেন ব্ল্যাক ব্লাউজে স্টাইল করেছেন।
এছাড়াও বিভিন্ন সময়েই নানান লুকে দেখা যায় তাঁকে।
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাঁর জিম লুকের ছবি সামনে আসে।
মাঝেমধ্যেই তাঁকে নিজের পোষ্য কুকুরকে নিয়ে বাড়ির বাইরে পায়চারি করতে দেখা যায়
ওভার সাইজড লুজ রিপড জিন্সে মালাইকা।
নীল শাড়িতে নজরকাড়া মালাইকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -