Sayantika Banerjee Pics: কোন কোন ছবি দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়?
অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'নাচ ধুম মাচা লে' রিয়েলিটি শো দিয়ে দর্শকদের নজরে আসেন।
অভিনয়ে তাঁর ডেবিউ হয় 'ঘর সংসার' ছবি দিয়ে।
পরিচালক প্রভাত রায়ের ছবি 'হ্যাংওভার'-এ অভিনয় করেন প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।
'মনে পড়ে আজও সেই দিন' ছবির জন্য বেঙ্গল ইউথ অ্যাওয়ার্ড জেতেন সায়ন্তিকা।
তবে, তাঁকে বড় সাফল্য এনে দেয় পরিচালক রবি কিনাগির ছবি 'আওয়ারা'।
'আওয়ারা' ছবিতে অভিনেতা জিতের বিপরীতে দেখা যায় তাঁকে।
বক্স অফিসেও দারুণ সাফল্য় পায় এই ছবি। পাশাপাশি দর্শকরাও জিত-সায়ন্তিকা জুটিকে বেশ পছন্দ করে।
এই ছবির জন্যও পপুলার ইউথ স্টার ক্যাটাগরিতে বেঙ্গল ইউথ অ্যাওয়ার্ড জিতে নেন অভিনেত্রী।
এরপর একে একে 'হিরোগিরি', 'পাওয়ার', 'অভিমান', 'কেলোর কীর্তি' এবং আরও অনেক ছবিতে অভিনয় করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -