Bollywood Celebrities Update: শাহরুখ-সলমন থেকে রিয়া, বলিউডের যে তারকারা গ্রেফতার হয়েছেন এবং জেলেও থেকেছেন
অক্ষয় কুমার - ২০০৯ সালে ল্যাকমে ফ্যাশন উইক চলাকালীন বিতর্ক তৈরি করেন অক্ষয় কুমার। প্রকাশ্যেই অক্ষয় কুমারের প্যান্টের চেন তুলে দিতে দেখা যায় টুইঙ্কল খান্নাকে। প্রকাশ্যে এমন কাজের জন্য অভিনেতার বিরুদ্ধে FIR হয় এবং তিনি জেলেও যান। যদিও শীঘ্রই জামিনও পেয়ে যান অভিনেতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফারদিন খান - ২০০১ সালে মাদক রাখার অপরাধে গ্রেফতার হন ফারদিন খান।
সঞ্জয় দত্ত- মুম্বই বিস্ফোরণের ঘটনায় অভিনেতার বাড়ি থেকে অস্ত্র পাওয়া যায়। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে ৫ বছর জেলে থাকেন সঞ্জু বাবা।
সলমন খান - ১৯৯৮ সালে 'হম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে গ্রেফতার হন ভাইজান।
সুনীল শেট্টি - ১০ লক্ষ টাকার চেক বাউন্স করার অপরাধে এক ব্যবসায়ী অভিযোগ করেন সুনীল শেট্টির বিরুদ্ধে। অভিনেতা গ্রেফতারও হন এবং জামিনও পেয়ে যান।
জন আব্রাহাম - অভিনেতার বাইক প্রেমের কথা কে না জানে। ২০০৬ সালে গতি হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারা এবং দুজন পথচারীকে আহত করার অপরাধে ১৫ দিন জেলে কাটাতে হয় জন আব্রাহামকে।
শাইনি আহুজা - পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ৭ বছরের জেলের সাজা হয় গ্যাংস্টার অভিনেতার।
শাহরুখ খান - এক সাংবাদিককে ভয় দেখানোর অপরাধে জেল হয়েছিল বাদশা শাহরুখ খানেরও।
রিয়া চক্রবর্তী - সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার হন রিয়া চক্রবর্তী।
সেফ আলি খান - তাজ হোটেলে এক ব্যক্তিকে নিগ্রহ করার অপরাধে জেল হয় ছোটে নবাবেরও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -