Subhashree Ganguly: বাংলা ছবির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সম্পর্কে অজানা কিছু তথ্য
বাংলা ছবির জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৬-এ আয়োজিত আনন্দলোক নায়িকার খোঁজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবং তাতে জয়লাভ করেই তাঁর কাছে বাংলা ছবিতে অভিনেত্রী হওয়ার রাস্তা খুলে যায়।
যদিও তাঁর অভিনয় জীবন শুরু হয় ওড়িয়া ছবি দিয়ে। পরিচালক অশোক পতির ওড়িয়া ছবি 'মাতে তা লভ হেলারে' দিয়ে ওড়িয়া ছবিতে ডেবিউ করেন শুভশ্রী।
সেই বছরই সুযোগ পান বাংলা ছবিতে অভিনয়ের। যদিও সরাসরি ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি।
পরিচালক প্রভাত রায়ের ছবি 'পিতৃভূমি'তে পার্শ্বচরিত্রে দেখা যায়। এই ছবিতে টলিউড অভিনেতা জিতের বোনের চরিত্রে অভিনয় করেন।
শুরু থেকেই কেরিয়ারগ্রাফ শীর্ষদিকে ছিল শুভশ্রীর। কিন্তু অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও কতটা দক্ষ বাংলা ছবির জনপ্রিয় নায়িকা?
কলকাতা থেকে বেশ খানিকটা দূরে বর্ধমানেই জন্ম এবং বেড়ে ওঠা 'চ্যালেঞ্জ' নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
যৌথ পরিবারে বেড়ে ওঠা শুভশ্রী বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুল থেকে পড়াশোনা করেন।
'চ্যালেঞ্জ', 'রোমিও', 'অভিমান', 'বস'-এর মতো বহু ছবিতে শুভশ্রীর অভিনয় দর্শকদের পছন্দ হয়েছে।
একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -