Shehnaaz Gill: বয়স্ক মহিলাদের সঙ্গে নাচ, সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে শেহনাজ গিলের ভিডিও
সম্প্রতি নিজের জন্মস্থানে গিয়েছিলেন অভিনেত্রী শেহনাজ গিল। সেখানে বয়স্ক মহিলাদের সঙ্গে গিড্ডা নাচতে দেখা গেল তাঁকে। লোকগীতিও গাইলেন এই অভিনেত্রী। ছবি সৌজন্যে https://www.instagram.com/shehnaazgill/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করেছেন শেহনাজ। ইতিমধ্যেই ২১ লক্ষেরও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর এই ভিডিও লাইক করেছেন। ২৭ হাজারেরও বেশি মন্তব্য দেখা যাচ্ছে। ছবি সৌজন্যে https://www.instagram.com/shehnaazgill/
এই ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি সালোয়ার-কামিজ পরা শেহনাজ বয়স্ক মহিলাদের নাচে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ভাই শেহবাজ বাদশাকেও দেখা যাচ্ছে। ছবি সৌজন্যে https://www.instagram.com/shehnaazgill/
পঞ্জাবে জন্ম শেহনাজের। সেখানেই বড় হয়ে উঠেছেন তিনি। নিজের জায়গায় ফিরে গিয়ে তিনি আনন্দে ছিলেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/shehnaazgill/
গত বছরের সেপ্টেম্বরে ‘বিগ বস ১৩’ বিজয়ী সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পর থেকে মনমরা ছিলেন শেহনাজ। সিদ্ধার্থর সঙ্গে তাঁর খুব ভাল সম্পর্ক ছিল। সেই কারণে সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন শেহনাজ। তবে তিনি এখন আবার সোশ্য়াল মিডিয়ায় সক্রিয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/shehnaazgill/
কিছুদিন আগে একটি পার্টিতে নাচতে দেখা যায় শেহনাজকে। তখন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর সমালোচনা করেন। তাঁদের দাবি ছিল, সিদ্ধার্থর মৃত্যুশোক কাটিয়ে এত তাড়াতাড়ি আনন্দে মেতে ওঠা উচিত হয়নি শেহনাজের। ছবি সৌজন্যে https://www.instagram.com/shehnaazgill/
শিল্পা শেট্টির শো ‘শেপ অফ ইউ’-এ সমালোচকদের জবাব দেন শেহনাজ। তিনি বলেন, ‘সিদ্ধার্থ আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, আমি ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলাম, সেটা শুধু আমিই জানি। আমি কারও কাছে জবাবদিহি করব না।’ ছবি সৌজন্যে https://www.instagram.com/shehnaazgill/
শেহনাজকে শেষবার দেখা গিয়েছে ‘হোঁশলা রাখ’-এ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দিলজিৎ দোসাঞ্জ ও সোনম বাজওয়া। বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেহনাজ। ছবি সৌজন্যে https://www.instagram.com/shehnaazgill/
২০১৭ সালে পঞ্জাবি ছবি ‘সৎ শ্রী আকাল ইংল্যান্ড’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় শেহনাজের। ২০১৯-এ তিনি ‘বিগ বস’-এ প্রতিযোগী ছিলেন। তিনি তৃতীয় হন। ছবি সৌজন্যে https://www.instagram.com/shehnaazgill/
মিউজিক ভিডিও দিয়ে কেরিয়ার শুরু করার পর একাধিক ছবিতে অভিনয় করেছেন শেহনাজ। তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ছবি সৌজন্যে https://www.instagram.com/shehnaazgill/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -