Katrina Kaif: সলমনের বোনের বাড়িতে গণেশ পুজো, স্বামী ভিকিকে নিয়ে হাজির ক্যাটরিনা
প্রথম সাক্ষাৎ থেকে নিভৃত-যাপন, কাকপক্ষীতেও টের পায়নি তাঁদের সম্পর্কের কথা। বিয়েও সেরেছেন লোকচক্ষুর আড়ালে। কিন্তু তার পর থেকে পরস্পরকে চোখে হারাচ্ছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউড পার্টি থেকে নৈশভোজ, অথবা অ্যাওয়ার্ড ফাংশন, সর্বত্রই পাশাপাশি, কাছাকাছি নবদম্পতি। গণেশ চতুর্থীতেও তার অন্যথা হল না। হাতে হাত রেখেই দেখা গেল দু’জনকে।
গণেশ চতুর্থীতে স্বামী-স্ত্রী একত্রে দেখা দেবেন, তাতে নতুন আর নতুন কী! তবে যেখানে তাঁদের একসঙ্গে ধরা দিলেন তাঁরা, তা নিয়েই শুরু হয়েছে নানা কথা।
বুধবার গণেশ চতুর্থীর দিন একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দেন ক্যাটরিনা এবং ভিকি। দু’জনের পরনেই ছিল হলুদের ছোঁয়া। হলুদ কুর্তা, সাদা চোস্তায়, নাগরাই জুতোয় নজর কাড়েন ভিকি।
ক্যাটরিনাকে দেখা যায় খোলা চুল, হালকা বাসন্তী রংয়ের শারারায়। হাত হাত রেখে, হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন তাঁরা।
দু’জনে হাজির হয়েছিলেন অর্পিতা খান শর্মা এবং তাঁর স্বামী আয়ুষ শর্মার বাড়ির গণেশ পুজোয়। প্রথমে গাড়ি থেকে নামেন ভিকি। তার পর বেরিয়ে আসেন ক্যাটরিনা।
তার পর সাংবাদিকদের ডাকাডাকিতে এগিয়ে আসেন। একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন। সৌজন্য বিনিময় করেন সকলের সঙ্গে। সব মিটলে ঢুকে যান ভিতরে।
অর্পিতার বাড়ি এমনিতেই চেনা ক্যাটরিনার। প্রথমে তিনিই ভিতরে ঢোকেন। পিছু পিছু তাঁকে অনুসরণ করেন ভিকি।
গণেশ পুজোয় তাঁদের এই গন্তব্যস্থলই এখন আলোচনার কেন্দ্রে। কারণ অর্পিতা হলেন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক, বলিউড তারকা সলমন খানের বোন। যে সলমনের সংস্পর্শে এসে বলিউডে রাজত্ব শুরু ক্যাটরিনার।
সলমনের সঙ্গে বেশ কয়েক বছর আগেই সম্পর্কে ইতি টানেন ক্যাটরিনা। তার পর রণবীর কপূরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ফের সলমনের কাছাকাছি দেখা যায় ক্যাটরিনাকে।
তার পরই সকলকে চমকে দিয়ে ভিকির সঙ্গে সাতপাকে বাঁধা পড়া। তাই প্রাক্তন প্রেমিকের বোনের বাড়ির পুজোয় স্বামীর সঙ্গে ক্যাটরিনার এই উপস্থিতি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -