Nora Fatehi: শাড়িতে নজরকাড়া নোরা ফতেহি
আসন্ন ‘ভুজ’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন নোরা ফতেহি। আগামী স্বাধীনতা দিবসের আগে ওটিটি প্ল্যাটফর্ম ডিসনি+হটস্টারে এই সিনেমা মুক্তি পেতে চলেছে। (ছবি সৌজন্যে-নোরা ফতেহি/ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধু ডান্সের জন্যই নয়, নোরা দুরন্ত অভিনেত্রী। যুদ্ধের কাহিনীভিত্তিক এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নোরাকে। (ছবি সৌজন্যে-নোরা ফতেহি/ইনস্টাগ্রাম)
নোরা সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয়। তিনি মাঝেমধ্যেই তাঁর ছবি শেয়ার করেন। সম্প্রতি নিজের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে তাঁর পরনে শাড়ি। (ছবি সৌজন্যে-নোরা ফতেহি/ইনস্টাগ্রাম)
'ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া' অন্যতম বহুপ্রতীক্ষিত সিনেমা। আগামী ১৩ অগাস্ট সিনেমা মুক্তি পেতে চলেছে। (ছবি সৌজন্যে-নোরা ফতেহি/ইনস্টাগ্রাম)
সিনেমায় দেখা যাবে অজয় দেবগনকে। এই সিনেমার ট্রেলার কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। ট্রেলারে নোরাকে হিনা রহমান নামে এক গুপ্তচরের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। (ছবি সৌজন্যে-নোরা ফতেহি/ইনস্টাগ্রাম)
নোরা ও অজয় দেবগন ছাড়াও এই সিনেমায় দেখা যাবে সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা ও শারদ কেলকরকেও। আইএএফের স্কোয়াড্রন লিডার বিজয় কার্নিকের জীবন অবলম্বনে এই সিনেমা। (ছবি সৌজন্যে-নোরা ফতেহি/ইনস্টাগ্রাম)
নোরাকে জন আব্রাহামের আসন্ন সিনেমা সত্যমেব জয়তে ২-তেও বিশেষ ভূমিকায় দেখা যাবে। (ছবি সৌজন্যে-নোরা ফতেহি/ইনস্টাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -