Usha Uthup:গানে, গল্পে সন্ধ্যাতেও উষার আলো লন্ডনে
শুরুটা হয়েছিল গল্পে। লন্ডনের মাটিতে একেবারে শৈশবের গল্পের ঝুলি খুলে বসেছিলেন পপ আইকন ও প্লেব্যাক গায়িকা উষা উত্থুপ। উপলক্ষ্য জয়পুর লিটারারি ফেস্টের লন্ডন চ্যাপ্টার। পপকুইনের গান-গল্প-আড্ডার কোলাজে স্মরণীয় হয়ে রইল লন্ডনের তাজে 'রঁদেভু'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপদ্মশ্রী সম্মানজয়ী উষা উত্থুপ মানে তো শুধু গল্পগাছা হবে, তা তো হতে পারে নয়। সামনে মাইক, গান না হলে কি হয়?
প্রথম গান ছিল FEVER। এর সঙ্গে কলকাতা, বিশেষত পার্ক স্ট্রিটের নস্টালজিয়া জড়িয়ে আছে।
৫৪ বছর আগে 'ট্রিনকাস'-এ 'FEVER' গেয়েই আত্মপ্রকাশ ঘটেছিল উষা উত্থুপের। সেই সময় থেকেই কলকাতা, পার্ক স্ট্রিট, সঙ্গীতজীবনের সঙ্গে এক সুতোয় গেঁথে গিয়েছে FEVER।
লন্ডনের প্রবাসী ভারতীয়রা অবশ্য এটুকুতেই সন্তুষ্ট ছিলেন না। পপ আইকনকে কাছে পেলে কে এত অল্পে ছাড়তে চান?
তাই গত কয়েক দশক ধরে যে একের পর এক 'হিট' তিনি উপহার দিয়ে গিয়েছেন, সবটাই শোনালেন পদ্মশ্রী সম্মানজয়ী।
লন্ডনের এই সঙ্গীত-সন্ধ্যায় হাজির ছিলেন জয়পুর লিটারারি ফেস্টিভ্যালের বিশিষ্ট অতিথিরা।
চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজ, ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল-সহ অনেকেই ছিলেন এই অনুষ্ঠানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -