Karan Johar Pent House: গৌরী খান নিজের হাতে সাজিয়ে দিয়েছিলেন কর্ণ জোহরের বাড়ি
আট হাজার স্কোয়্যারফুটের বাড়ি, আসবাব থেকে গৃহসজ্জা, ছড়িয়ে আভিজাত্যের সাজ। কর্ণ জোহরের বাড়ির অন্দরমহল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ের বান্দ্রার বিশাল আবাসনের ১২ তলায় কর্ণের আবাসন আক্ষরিক অর্থেই প্রাসাদোপম। এই বাড়িতেই পরিবারের সঙ্গে থাকেন পরিচালক
কর্ণের বাড়ির অন্দরসজ্জার পিছনে অবশ্য হাত রয়েছে শাহরুখ ঘরণী গৌরি খানের। গৌরি খান পেশায় ইন্টিরিয়ার ডিজাইনার। বন্ধু কর্ণ জোহরের বাড়ি সাজিয়েছেন তিনিই।
কর্ণের বাড়ির খোলা ছাদকে একেবারে আড্ডার মেজাজে সাজিয়েছেন গৌরি। আরামদায়ক সোফায় বসলেই দেখা যায় মায়ানগরীর চোখ জুড়নো ছবি।
কর্ণের বাড়িতে তাঁর দুই সন্তান, রুহি ও ইয়সের জন্য রয়েছে আলাদা নার্সারি। গৌরির মতে, শোয়ার ঘরকে শিশুদের খেলার ঘর বানানো উচিত নয়। সেই মত সেখানে গড়ে উঠেছে নার্সারি।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নিজের বাড়ির বিভিন্ন ছবি শেয়ার করেন কর্ণ। সেখানে চোখ ধাঁধানো ছবি চোখে পড়ে।
এই বাড়িতেই হামেশাই তারকা বন্ধুদের সঙ্গে সময় কাটান কর্ণ।
কর্ণর দুই সন্তান, রুহি ও ইয়সের ছবি শেয়ার করেন পরিচালক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -